জুন ১০: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি নিং সিয়া পরিদর্শনের সময় বলেন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির কার্যক্রম অনুযায়ী, স্থিতিশীলতার সঙ্গে সার্বিক সুষম সমাজ প্রতিষ্ঠার নির্ণায়ক লড়াইয়ে জয়লাভ করা এবং অব্যাহতভাবে সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ সুন্দর নিং সিয়া গঠনের কাজ সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন।
জুন ৬: বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবার প্রাক্কালে, গত শুক্রবার চীনের চিকিৎসা সহায়তাদল, ঢাকায় চীনা দুতাবাস, হাইনান প্রদেশের স্বাস্থ্য কমিশন এবং হাইনান প্রদেশের বিদেশবিষয়ক কার্যালয়ের সঙ্গে একটি ভিডিও-সম্মেলনে অংশগ্রহণ করে। ভিডিও-সম্মেলনে চিকিৎসা সহায়তাদলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মত বিনিময় হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদুত লি চি মিং, চীনা দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ইয়ান হুয়া লোং, হাইনান প্রদেশের স্বাস্থ্য কমিশনের উপপ্রধান, চিকিৎসা সহায়তাদলের প্রধান লি ওয়েন সিউ, হাইনান প্রদেশের বিদেশবিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, এবং চিকিৎসা সহায়তাদলের বাকি সদস্যরা ভিডিও-সম্মেলনে অংশগ্রহণ করেন।
সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং আজ (মঙ্গলবার) বিকেলে গণ মুক্তিফৌজ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধিদের এক পূর্ণাঙ্গ সভায় অংশ নেওয়ার সময় জোর দিয়ে বলেন, পুরো সেনাবাহিনীকে আন্তরিকতার সাথে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, সশস্ত্রবাহিনীকে আরও আত্মবিশ্বাসী হতে হবে; অসুবিধার মুখোমুখি হওয়ার সাহস রাখতে হবে, এবং মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ দৃঢ়ভাবে এগিয়ে নিতে হবে।
আজ (রোববার) বিকেলে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের ত্রয়োদশ জাতীয় গণকংগ্রেসের তৃতীয় অধিবেশনের হুপেই প্রতিনিধিদলের পর্যালোচনায় অংশ নেন।
মে ১৮: আজ (সোমবার) ৭৩তম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলন জেনিভায় উদ্বোধন করা হয়েছে। কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে এবারের সম্মেলন অনলাইনে আয়োজন করা হলো। সম্মেলনের সময় কমিয়ে দু’দিন করা হয়েছে। সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা কোভিড-১৯ মহামারি নিয়ে ভাষণ দেবেন। ভাষণে তারা মহামারি প্রতিরোধ-সংক্রান্ত বিভিন্ন বিষয় অবহিত করবেন এবং মোকাবিলার সাফল্য তুলে ধরবেন।
গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ শরণার্থী সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ নাগাদ বিশ্বে গৃহহীন লোকের সংখ্যা ছিল ৭ কোটি ৯৫ লাখ।
পাকিস্তান সময় বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটা পর্যন্ত দেশটিতে নতুন করে ৫৩৫৮জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র তথাকথিত '২০২০ সালের উইগুর মানবাধিকার নীতিকে' আইন হিসেবে অনুমোদন দিয়েছে, তা চীন সরকারের সিনচিয়াং সম্পর্কিত নীতিতে আক্রমণ করেছে, যুক্তরাষ্ট্রের এ আচরণ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতি লঙ্ঘন করেছে।
গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্র তথাকথিত '২০২০ সালের উইগুর মানবাধিকার নীতিকে' আইন হিসেবে অনুমোদন দিয়েছে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ও সিনচিয়াং-এর জনগণ এর তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা করে।
গতকাল (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে চীন-আফ্রিকা যৌথভাবে করোনাভাইরাস প্রতিরোধের বিশেষ ভিডিও শীর্ষসম্মেলনের সভাপতিত্ব করেছেন এবং ভাষণ দিয়েছেন।
চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বিদেশবিষয়ক কমিটি আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত তথাকথিত ‘২০২০ উইগুর মানবাধিকার নীতি আইন' নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মানবাধিকারের অজুহাত হিসেবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, সহিংস সন্ত্রাসী শক্তিকে সমর্থন করে।
চীনের জাতীয় গণ-কংগ্রেসের বৈদেশিক বিষয়ক কমিটি আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘২০২০ উইগুর মানবাধিকার বিল' নিয়ে এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বুধবার চীনের কঠোর মনোভাব উপেক্ষা করে যুক্তরাষ্ট্র তথাকথিত ‘২০২০ উইগুর মানবাধিকার নীতিতে' স্বাক্ষর করে আইনে পরিণত করেছে। এ আচরণ চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। চীনের জাতীয় গণ-কংগ্রেস এর তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা করে।
যৌথভাবে মহামারী প্রতিরোধবিষয়ক চীন ও আফ্রিকার বিশেষ শীর্ষসম্মেলন গতকাল (বুধবার) অনুষ্ঠিত হয়।
১৩ জুন ‘সংস্কৃতি ও প্রকৃতি উত্তরাধিকার দিবস উপলক্ষ্যে ‘পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে চীন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি প্রামাণ্য চলচ্চিত্রের ‘ক্লাউড উদ্বোধনী অনুষ্ঠান' বেইজিং ও প্যারিসে অনুষ্ঠিত হয়েছে।
কোভিড-১৯ রোগের মোকাবিলায় এক অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। কয়েক মাসের মধ্যেই এই শক্তিশালী নভেল করোনভাইরাস পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১৫ থেকে ১৯ অগাস্ট বেইজিংয়ে 'বিশ্ব রোবট সম্মেলন' অনুষ্ঠিত হয়। চলুন, ঘুরে দেখা যাক কি কি রোবট আছে এখানে।
বলুন দেখি, গাছে কি আসল পশুপাখি? নাকি আঁকা ছবি...!
চীনের হাইনান প্রদেশের সানইয়া শহরের ভবনে 'ফুলের ঝরনা'!
গত ২৯ মার্চ বেইজিংয়ের থাওরানথিং পার্কে পঞ্চম বেগোনিয়া ফুল উত্সব শুরু হয়। মার্চ মাসের শেষে শুরু হওয়া এ উত্সব ৪০ ধরনের সহস্রাধিক বেগোনিয়া ফুল দেখতে পারেন পর্যটকরা। পাশাপাশি এপ্রিল মাসের শেষে ৪০ ধরনের পিওনি ফুল উপভোগ করতে পারবেন পর্যটকরা।