বাংলা

বিরোধ নিষ্পত্তিতে বিচার বিভাগীয় সংস্থাগুলোকে একীভূত করার আহ্বান

CMGPublished: 2024-11-25 18:55:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে সকল স্তরের বিচার বিভাগীয় প্রশাসনিক সংস্থাগুলোকে তাদের প্রকৃত কাজ একীভূত করার পাশাপাশি প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে চীনের বিচার মন্ত্রণালয়।

সম্প্রতি চীনজুড়ে বেশ কয়েকটি বড় ধরনের অপরাধ সংক্রান্ত মামলার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের নেতৃস্থানীয় সদস্যদের এক বৈঠকের পর এই নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে জনগণের বিভিন্ন সাধারণ সমস্যার সমাধানে মধ্যস্থতাকারীর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিয়ে, প্রতিবেশী, সম্পত্তির উত্তরাধিকার এবং অন্যান্য বিষয় সংক্রান্ত সাধারণ বিরোধের গভীরতর তদন্ত করতে মধ্যস্থতাকারীদের নির্দেশনা দেওয়া। এই পদ্ধতির লক্ষ্য মধ্যস্থতাকে আরও কার্যকর করা। মধ্যস্থকারীরা প্রাথমিক স্তরে এবং প্রাথমিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

বৈঠকে কারাগার এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া, জেল থেকে মুক্তির পর কেউ যেন পুনরায় অপরাধে যুক্ত না হয় সে লক্ষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন, সহায়তা এবং শিক্ষার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn