বাংলা

‘চাইনিজ ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘গোল্ডেন রোস্টার ম্যাকাও ফিল্ম ফেস্টিভ্যাল’ ম্যাকাওয়ে অনুষ্ঠিত

CMGPublished: 2024-11-26 14:11:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৬: ম্যাকাও ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মাস্ট) এবং চায়না ফিল্ম অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘২০২৪ মাস্ট চাইনিজ ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল’ ও ‘গোল্ডেন রোস্টার ম্যাকাও ফিল্ম ফেস্টিভ্যাল’ গতকাল (সোমবার) ম্যাকাওয়ে উদ্বোধন করা হয়।

মাস্টের প্রধান জোসেফ হুন ওয়েই লি তাঁর ভাষণে বলেন, এবারের কার্যক্রমের সুযোগে ম্যাকাও ও মূল-ভূখণ্ডের সাংস্কৃতিক ও শিল্প একীকরণ বেগবান করা, চীন এবং বিশ্ব সভ্যতার পারস্পরিক শিক্ষা ও অভিন্ন অগ্রগতি বাড়িয়ে দেশ ও ম্যাকাওয়ের উন্নয়নে বুদ্ধি ও শক্তি দিয়ে অবদান রাখতে চায় মাস্ট।

এবারের উত্সবের প্রতিপাদ্য: এআই, চলচ্চিত্র শিল্প, খেলা- বিজ্ঞান ও প্রযুক্তির ফিউশন। মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

Share this story on

Messenger Pinterest LinkedIn