বাংলা

লুই জেলার মেকআপ ব্রাশ শিল্প

CMGPublished: 2024-10-28 09:52:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মেকআপ ব্রাশ মেয়েদের কাছে সুপরিচিত একটি জিনিস। চীনের হ্যেনান প্রদেশের চৌখৌ শহরের লুই জেলা আগে ছিল একটি কৃষিপ্রধান এলাকা। কিন্তু মেকআপ ব্রাশ উত্পাদনের মাধ্যমে জেলাটি ধনী হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি লুই জেলার গল্প তুলে ধরবো।

লুই জেলায় ১৬০টিরও বেশি মেকআপ ব্রাশ কোম্পানি আছে। চীন থেকে যত মেকআপ ব্রাশ রপ্তানি হয়, তার ৯০ শতাংশই হয় এই জেলা থেকে। জেলাটি বছরে মেকআপ ব্রাশ বিক্রয় করে ১৩০০ কোটি ইউয়ানের।

ছিন ফাং হুয়া হলেন লুই জেলার চাংতিয়ান থানার একটি মেকআপ ব্রাশ কোম্পানির মহাব্যবস্থাপক। তিনি বলেন, তাঁদের উত্পাদিত ব্রাশগুলোর ৭০ থেকে ৭৫ শতাংশ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। এ ছাড়া, তাঁদের ব্রাশ ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে চীনেও বিক্রয় হয়।

লুই জেলার প্রায় প্রতিটি পরিবার আগে ছাগল পালন করতেন। স্থানীয় বাসিন্দারা ছাগলের মাংস বিক্রয় করতেন। তবে এই ছাগলের চুল খুবই কম। এ দিয়ে কাশ্মীরী সোয়েটার বা কার্ডিগান তৈরি করা যায় না।

ঘটনাক্রমে, একজন স্থানীয় কৃষক আবিষ্কার করেন যে, এই ফেলে দেওয়া চুলগুলো লেজের চুলের কারখানায় বিক্রি করা যেতে পারে। দাম কম না। তখন থেকে অনেক স্থানীয় বাসিন্দা লেজের চুল প্রক্রিয়াকরণ কাজ শুরু করেন। ছিন’র পিতা একটি লেজের চুল প্রক্রিয়াকরণ কারখানা প্রতিষ্ঠা করেন।

ছিন স্মরণ করে বলেন, আমি যখন ছোট, তখন আমার পরিবারের কারখানা খুবই ছোট ছিল। আমাদের গ্রামে এ ধরণের ছোট কারখানা প্রায় কয়েক ডজন ছিল। প্রায় প্রতি পরিবার এ ব্যবসা করতেন।

গত শতাব্দির ৯০-এর দশকে ৪৬ সহস্রাধিক স্থানীয় বাসিন্দা লেজের চুল প্রক্রিয়াকরণের কাজ করতেন। লুই জেলার ৪৬ হাজার জনেরও বেশি বাসিন্দা এ শিল্পে কাজ করতেন এবং বার্ষিক উত্পাদিত মূল্য ছিল ৩২০ কোটি ইউয়ান। তাঁদের উত্পাদিত পণ্য ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হতো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn