ভিডিওচিত্রে মাতৃভূমি চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি তুলে ধরেছেন কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার দম্পতি
গত মাসে জাতীয় দিবসের সাত দিনব্যাপী ছুটির সময় ম্যাকাওয়ের তরুণী হুয়াং শি ইন এবং স্বামী সুই লি, একটি আসন্ন মোবাইল ফোন পণ্যের জন্য একটি প্রচারমূলক ভিডিও তৈরিতে ব্যস্ত ছিলেন। সুই লি বলেছেন, ‘আমরা মাতৃভূমির বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশ প্রত্যক্ষ করেছি। প্রচারমূলক ভিডিও তৈরির মাধ্যমে মাতৃভূমির অর্জনকে তুলে ধরতে পারাটা খুবই অর্থবহ মনে হচ্ছে।’
ম্যাকাওতে অধ্যয়নকালে হুয়াং শি ইন সি ছুয়ান থেকে আসা সুই লির সাথে দেখা করেন এবং একে অন্যের প্রেমে পড়েন। ২০১৯ সালে, দু’জন হেংছিনে আসেন এবং তাদের সহপাঠীদের সাথে একটি চলচ্চিত্র ও টেলিভিশন কোম্পানি প্রতিষ্ঠা করেন। আকস্মিক এক সুযোগে তারা কম্পিউটার, যোগাযোগ এবং কন্সিউমার ইলেক্ট্রোনিক্স ডিজিটাল রিভিউ ব্লগার হিসেবে নানা নতুন ডিজিটাল পণ্যের পরীক্ষার কাজে লিপ্ত হন। সুই লি বলেন, ‘যখন আমরা প্রথম শুরু করেছিলাম, তখন আমাদের অল্প সংখ্যক ভক্ত ছিল এবং প্লেব্যাক প্রভাবটি খুব ভালো ছিলো না। কীভাবে এটিকে উন্নত করা যায় তা নিয়ে আমরা চিন্তা করছি।’
কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকায় সুযোগগুলো তাদের পক্ষে থাকবে যারা সত্যিকার অর্থে তাদের স্বপ্নগুলো অনুসরণ করে। একবার হুয়াং শি ইন, সুই লি এবং তাদের দল চুহাই মোবাইল ফোন কোম্পানির কাছ থেকে অর্ডার গ্রহণ করেছে, জীবনের প্রথম সোনার পাত্র উপার্জন করার সঙ্গে সঙ্গে তারা মোবাইল ফোনের বিজ্ঞাপনের ওপর কাজ করার সিদ্ধান্ত নেন।
প্রথমে হুয়াং শি ইন ম্যাকাওতে কাজ করছিলেন এবং প্রতিদিন চুহাইয়ের কোংবেই বন্দরের মাধ্যমে যাতায়াত করতেন। হুয়াং শি ইন বলেন, ‘টেল অফ টু সিটিজ’-এর মতো জীবন ম্যাকাওতে অনেক তরুণ-তরুণীর জন্য খুবই সাধারণ, কারণ ম্যাকাওতে দাম তুলনামূলকভাবে বেশি, এবং বাড়ি বা অফিস ভবন ভাড়া করা খুবই ব্যয়বহুল।’