বাংলা

‘চীনকে বোঝার মাধ্যম হিসেবে বই পড়া’- মাল্টা বই উৎসবে চীনা প্রকাশকদের প্রথম অংশগ্রহণ

CMGPublished: 2024-11-26 10:50:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘চীনা বইগুলি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বিষয়বস্তু সমৃদ্ধ। শিক্ষার্থীরা সেসবের প্রতি খুব আগ্রহী।’ মাল্টার সেন্ট ইগনাশিয়াস কলেজের হান্ডা মিডল স্কুলের শিক্ষক রোয়েনা গাট সিনহুয়া বার্তান সংস্থার সাংবাদিকদের বলেছেন যে, ‘বিভিন্ন চাইনিজ বই পড়া শিক্ষার্থীদের চীনকে অন্বেষণ করা এবং চীনা ভাষা শেখার আগ্রহকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। চীনা ভাষা বিশ্বজুড়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে।’

সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার সময়, গাট মাল্টা বই উৎসবে কয়েক ডজন ছাত্র নিয়ে চীনা বইয়ের বুথ পরিদর্শন করছিলেন। শিক্ষার্থীরা প্রদর্শনীতে থাকা বইগুলি দেখতে থাকে, সময়ে সময়ে তারা বিভিন্ন বিষয়ে কর্মীদের জিজ্ঞাসা করে এবং কেউ কেউ চীন ভ্রমণের ইচ্ছা প্রকাশ করে।

৪৫তম মাল্টা বই উত্সবের প্রতিপাদ্য হলো, ‘বিশ্বকে যুক্ত করা।’ বই উত্সব ৫দিন চলে। মাল্টার চায়না কালচারাল সেন্টার প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নিতে চায়না এডুকেশন পাবলিশিং মিডিয়া গ্রুপ, পিপলস পাবলিশিং হাউস এবং অন্যান্য প্রকাশনা ইউনিটের সমন্বয়ে গঠিত চীনা প্রকাশনা প্রতিনিধি দলের সাথে হাত মিলিয়েছে; যেখানে শতাধিক বই এবং সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন করা হয়েছে। মাল্টিজ পাঠকদের কাছে চীনা সংস্কৃতির চমৎকার উপহার আসছে।

‘রিডিং চায়না’ থিম ও পটভূমি হিসাবে নজরকাড়া ‘চায়না রেড’ এর সাথে, প্রদর্শনী এলাকাটি বই উৎসবের একটি সুন্দর দৃশ্যে পরিণত হয়েছে। প্রদর্শিত বইগুলি চীনা সংস্কৃতি, ইতিহাস, পর্যটন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা এবং অন্যান্য ক্ষেত্র কভার করে, সমসাময়িক চীনের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিকগুলি ব্যাপকভাবে প্রদর্শন করে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn