মহাপ্রাচীরের গাইড চাং সিয়াও ইয়েন
স্নাতক শিক্ষার্থীদের জন্য একটি চাকরি-মেলা সম্প্রতি নানচিং তথ্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়। চীনের আবহাওয়া ব্যুরোসহ বিভিন্ন প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের আবহাওয়া বিভাগের মোট ২৫৭টি সরকারি প্রতিষ্ঠান এ চাকরি-মেলায় অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানে ২৪০০টিরও বেশি কর্মসংস্থানের সুযোগ আছে। চলতি বছর আবহাওয়া-গবেষণার সাথে জড়িত দক্ষ ব্যক্তিদের চাহিদা বেড়েছে এবং এআই প্রযুক্তির সাথে জড়িত দক্ষ ব্যক্তিরা ছিল চাকরি-মেলায় বেশ জনপ্রিয়। আজকের অনুষ্ঠানে আমরা চীনের বিভিন্ন এলাকার আবহাওয়া বিভাগে কর্মসংস্থানের সুযোগ ও চাহিদা নিয়ে কিছু তথ্য তুলে ধরবো।
২০২৫ সালে বেইজিং আবহাওয়া ব্যুরো দুটি নতুন পদ সৃষ্টি করে। এসব পদে নিয়োগের জন্য, বিগ ডেটা বিজ্ঞান ও প্রকৌশল, কম্পিউটার প্রয়োগ প্রযুক্তি, এআই, আর সফ্টওয়ার প্রকৌশলসহ বিভিন্ন মেজরের স্নাতক শিক্ষার্থীদের নিবন্ধন করা হবে। এ সম্পর্কে বেইজিং আবহাওয়া ব্যুরোর উপপ্রধান চিং হাও বলেন, বর্তমানে বিভিন্ন আবহাওয়া বিভাগ বুদ্ধিমান আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা ও প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। নির্দিষ্ট ও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস পরিষেবা দেওয়া তাদের লক্ষ্য। তবে, এ পরিষেবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটার ওপর নির্ভরশীল। বর্তমানে বেইজিংয়ের আবহাওয়া বিভাগ প্রতি ঘন্টার আবহাওয়ার পরিবর্তন ও পূর্বাভাস করতে পারে এবং বিস্তারিত ভৌগোলিক অবস্থান অনুসারে প্রতি কিলোমিটার এলাকায় আবহাওয়ার পরিবর্তন সুনির্দিষ্টিভাবে পূর্বাভাস করতে পারে। তবে, আরও বিস্তারিত ও নির্ভুল তথ্য জানতে বা জানাতে চাইলে উন্নত এইআই প্রযুক্তি প্রয়োজন।
চীনের কুয়াংতং প্রদেশের আবহাওয়া বিভাগ ২০২৫ সালে নতুন করে ৭৩টি কর্মসংস্থানের সুযোগ দেবে। তারা এআই প্রযুক্তি, গণিতসহ বিভিন্ন মেজরের স্নাতক শিক্ষার্থীদের নিয়োগ করতে চায়। এ ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি থাকতে হবে।