নিখুঁত জীবন
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু ওয়েই’র কন্ঠে ‘নীল পদ্ম’ শীর্ষক গান। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যু ওয়েই’র পরিচয় দিয়েছি। আজকের অনুষ্ঠানেও আমরা তাঁর গান শুনবো। এবার যে গানটি আমরা শুনবো তার নাম 'নিখুঁত জীবন'। এ গানে স্যু ওয়েই গেয়েছেন: 'রোমাঞ্চতা ও নিঃসঙ্গতা, আনন্দ ও ভালোবাসা, অনুভব করো। এটা আমার ও তোমার নিখুঁত জীবন'।
শুনুন তাহলে গানটি।
বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু ওয়েই’র কন্ঠে 'নিখুঁত জীবন' শীর্ষক গান। এখন যে গানটি আমরা উপভোগ করবো তার নাম 'সময়'। যখন রক সংগীতের কথা আসে, তখন 'উচ্চ কণ্ঠ, ক্রিটিক্যাল' ইত্যাদি শব্দ মনে আসে। তবে স্যু ওয়েই-এর গানে আমরা শুধু খুঁজে পাই উষ্ণতা ও মমতা। তিনি জীবনের জন্য গান গেয়ে থাকেন। রোদ, বাতাস যে-কোনো একটি জিনিস আমাদের মনে শান্তি এনে দেয়। তিনি গানে তা-ই বলেছেন। স্যু ওয়েই বলেছেন, আমাদের জীবন নিখুঁত নয়। তাই বলে আমাদের অভিযোগ করা উচিত নয়। কারণ অভিযোগের কোনো অর্থ নেই। জীবনের সুখ নিজেকেই আবিষ্কার করতে হয়।
চলুন, গানটি শুনবো।
বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু ওয়েই’র কন্ঠে ‘সময়’ শীর্ষক গান। ‘Through The Time' অ্যালবামের পর স্যু ওয়ে আবারও সবার দৃষ্টির আড়াল হয়ে যান। দীর্ঘ সময় পর্যন্ত তিনি কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেননি এবং কোনো সাক্ষাত্কার দেননি। এরপর ২০০৪ ও ২০০৬ সালে তিনি পর্যায়ক্রমে উপহার দেন দুটি অ্যালবাম। এ দু’অ্যালবামে রয়েছে আমার প্রিয় গান। একটার শিরোনাম 'যে মানুষ তুমি ছিলে'। 'যে মানুষ তুমি ছিলে' গানে সু ওয়ে যৌবনের প্রতি তার শ্রদ্ধা জানান। তিনি গেয়েছেন: প্রতিবার দুঃখ লাগলে, একা একা সাগর দেখি। জীবনের সবকিছু ভুলে গেলেও, ভুলে যাবো না আন্তরিক ও উষ্ণ এ মৃদুহাসি।