বাংলা

‘২০২৪ সিপিসি-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক দলের সংলাপ সম্মেলন’ অনুষ্ঠিত

CMGPublished: 2024-11-26 14:13:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৬: গতকাল (সোমবার) বেইজিংয়ে ‘চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এবং মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর রাজনৈতিক দলের সংলাপ সম্মেলন- ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। মধ্য ও পূর্ব ইউরোপের ১২টি দেশের ১৯টি রাজনৈতিক দলের প্রায় ৫০ জন প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের পরিচালক লিউ চিয়ান ছাও বলেন, ২০২১ সালে চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর নেতাদের শীর্ষসম্মেলন সভাপতিত্ব করার সময় প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সহযোগিতা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, নতুন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য পরিকল্পনা করেন। সিপিসি এতদঞ্চলের রাজনৈতিক দলের সঙ্গে কৌশলগত ও ধারণাগত যোগাযোগ গভীরতর করতে চায়, ‘রাজনৈতিক দল+’ সহযোগিতামূলক প্ল্যাটফর্মের সুপ্তশক্তি অন্বেষণ করে চীন-মধ্য ও পূর্ব ইউরোপীয় দেশগুলোর সহযোগিতার মান উন্নয়ন ও কার্যকারিতা বেগবান করতে চায় এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য আরো বেশি অবদান রাখতে চায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn