বিপ্লবী-থিমযুক্ত টিভি সিরিজ সিবেই শুয়েই ইয়ু বা ‘উত্তর-পশ্চিম চীনের সময়কাল’
প্রধান বিপ্লবী-থিমযুক্ত ৩৯ পর্বের টিভি সিরিজ ‘নর্থওয়েস্টার্ন ইয়ার্স’ বা ‘উত্তর-পশ্চিম চীনের সময়কাল’ চায়না মিডিয়া গ্রুপের সিসিটিভি কমপ্রিহেনসিভ চ্যানেলে ৫ নভেম্বর রাত ৮টায় সম্প্রচার করা হয়। নাটকটি উত্তর-পশ্চিমে যুদ্ধ বিপ্লবের অতীতকে পুনরুজ্জীবিত করে এবং চীনা কমিউনিস্টদের আধ্যাত্মিক চেতনাকে অব্যাহত রাখে।
‘উত্তর-পশ্চিম চীনের সময়কাল’ পার্টির ইতিহাস অনুসরণ করে এবং উত্তর-পশ্চিম চীনের অশান্ত বিপ্লবী বছরগুলোকে শৈল্পিক উপায়ে ক্যামেরায় তুলে আনে। এতে সি চোং সুইন এবং অন্যান্য পুরানো প্রজন্মের মজুর-শ্রেণীর বিপ্লবীরা, যারা মহান উচ্চাকাঙ্ক্ষা ও দৃঢ় বিশ্বাসের সাথে পার্টি এবং জনগণের স্বার্থের জন্য রক্তক্ষয়ী যুদ্ধ করেছিলেন, তাদের গল্প তুলে ধরা হয়। তারা একমাত্র অবশিষ্ট বিপ্লবী ঘাঁটি এলাকাকে রক্ষা করা থেকে চিয়াং কাই-শেকের শাসনকে উৎখাত করা পর্যন্ত সত্য খোঁজার উপর জোর দিয়ে জনগণকে নির্ভর করে গণপ্রজাতন্ত্রি চীন প্রতিষ্ঠা করেন।
কমরেড সি চোং সুইন চীনের কমিউনিস্ট পার্টির একজন অসামান্য সদস্য, একজন মহান কমিউনিস্ট যোদ্ধা, একজন অসামান্য মজুর-শ্রেণীর বিপ্লবী, চীনে কমিউনিস্ট পার্টি ও সেনাবাহিনীর একজন অসামান্য রাজনৈতিক নেতা এবং শায়ানসি-কানসু সীমান্ত বিপ্লবী ঘাঁটি নির্মাণের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ও নেতা। পুরো নাটকটি উত্তর-পশ্চিম অঞ্চলে বিপ্লবী ঘাঁটি এলাকা তৈরি করতে জনসাধারণকে একত্রিত করা, সীমান্ত এলাকার উত্তর ও দক্ষিণ ফটকগুলোকে পাহারা দেওয়া, পার্টির কেন্দ্রীয় কমিটিকে রক্ষা করতে কমরেড পোং দ্য হুয়েইকে সহযোগিতা করা, ভূমির বিপ্লবে বিচ্যুতি ঠিক করা এবং উত্তর-পশ্চিম চীনে থাকাকালে জাতিগত এবং ধর্মীয় সমস্যাগুলো সমাধান করা ও উত্তর পশ্চিম চীনের অর্থনীতি ও সমাজসহ নানা কাজ উন্নয়নের ক্ষেত্রে সি চোং সুইনের অসাধারণ অভিজ্ঞতা এবং মহান কৃতিত্বকে ঘিরে করে নির্মিত হয়। তিনিই কীভাবে একজন দরিদ্র কৃষকের ছেলে থেকে একজন নেতা হিসেবে দায়িত্ব পালনের পথে চলে এসেছেন, তারই অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে টিভি নাটকটিতে।