বাংলা

‘বালির তরী’

CMGPublished: 2024-11-21 10:00:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজকের অনুষ্ঠানে আমরা চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকা- সু রুইয়ের সাথে পরিচিত হব। তিনি চীনা পপ সংগীতে ইংরেজি ব্লুজ এবং সোল মিউজিকের প্রবর্তক হিসেবে পরিচিত। তাঁর অনন্য কণ্ঠ এবং আবেগপূর্ণ গান শৈলী তাঁকে চীনা সংগীত জগতের একজন অন্যতম প্রভাবশালী শিল্পী করে তুলেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন সু রুই একটি সুন্দর গান ‘অনুভূতি অনুসরণ করুন’।

সু রুই ১৯৫২ সালে তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি গান গাওয়ার প্রতি আগ্রহী ছিলেন। তিনি শৈশবেই একাধিক সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং অনেক পুরস্কার জিতেছেন। চমত্কার পারফরম্যান্সের জন্য ‘Zero’ কোরাসে নির্বাচিত হন। মাধ্যমিক স্কুলে তিনি কোরাসে যোগ দিয়ে বিভিন্ন শহরে পরিবেশন করেছেন। ১৯৭৬ সালে তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দিয়ে পেশাদার সংগীত জীবন শুরু করেন।

আগে সু রুই মূলত ইংরেজি গান গাইতেন, তাই পেশাদার গায়িকা হওয়ার পর তার প্রথম অ্যালবামও ইংরেজি ভাষায়। তার অনন্য কণ্ঠ ব্লুজ গান গাওয়ার জন্য খুব উপযুক্ত। ভালো গাইলেও সেই সময়ে ইংরেজি ব্লুজ গান তাইওয়ানে জনপ্রিয় ছিল না। সু রুই গানের শৈলী পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। ১৯৮৩ সালে সু রুই নতুন সংগীত কোম্পানিতে যোগ দেন এবং ম্যান্ডারিন অ্যালবাম ‘ভুল যাত্রা’ প্রকাশ করেন। অ্যালবামের সব গান চলচ্চিত্র ‘ভুল যাত্রার’ জন্য গাওয়া হয়। চলচ্চিত্রের থিম সোং ‘ওয়াইন বোতল বিক্রি করো?’ মুক্তি পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। সু রুইও সবার কাছে পরিচিত হন। গানটি তার প্রতিনিধিত্বকারী গানে পরিণত হয়। বন্ধুরা, এখন সু রুই’র এই জনপ্রিয় গান ‘ওয়াইন বোতল বিক্রি করো?’ শুনুন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn