বাংলা

বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছে পান্ডা পুতুল

CMGPublished: 2024-11-25 19:01:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৫, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি পান্ডা পুতুল এখন বিশ্বের বিভিন্ন দেশে দারুণ জনপ্রিয়। বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এসব পান্ডা পুতুল তৈরিতে । এর ফলে এগুলো দেখতে একেবারে জীবন্ত পান্ডার মতো। সিছুয়ান প্রদেশের ছেংতুতে পান্ডা ফ্যাকটরি নামে পান্ডা পুতুল তৈরির প্রতিষ্ঠান থেকে এসব পান্ডা পুতুল তৈরি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হ্য হুয়া, মং লান, সিয়াং সিয়াংয়ের মতো জায়ান্ট পান্ডারা বেশ খ্যাতি পেয়েছে। তাদের আদলে বানানো হচ্ছে পান্ডা পুতুল। এগুলোর চাহিদাও বেশি। বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চলের ৫০ হাজারের বেশি কাস্টোমাইজড পান্ডা পুতুল বিক্রি হচ্ছে।

শান্তা/মিম

Share this story on

Messenger Pinterest LinkedIn