বাংলা

চীনা কোম্পানি নেপালের নতুন নোট ছাপানোর কাজ পেল, নকশায় ভারতীয় অঞ্চলও অন্তর্ভুক্ত

CMGPublished: 2024-11-26 11:04:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ২৬: নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক, নেপাল রাষ্ট্রীয় ব্যাঙ্ক (এনআরবি) একটি চীনা কোম্পানিকে তাদের নতুন ১০০ রুপি নোট ছাপার দায়িত্ব দিয়েছে। এই নোটে নেপালের সংশোধিত রাজনৈতিক মানচিত্র রয়েছে যেখানে বিতর্কিত লিম্পিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানি অঞ্চলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০২০ সালের জুনে নেপাল তার সংবিধান সংশোধন করে এই অঞ্চলগুলিকে নিজেদের দেশের অংশ বলে দাবি করে। তবে ভারত এই দাবির তীব্র বিরোধিতা করে এবং এই অঞ্চলগুলিকে নিজেদের বলে দাবি করে।

ভারতের মতে, নেপালের এই মানচিত্র সংশোধন 'অবাস্তব' এবং 'কৃত্রিমভাবে নিজেদের ভূখণ্ড বাড়ানোর' চেষ্টা।

Share this story on

Messenger Pinterest LinkedIn