‘ক্লাসিক অধ্যয়ন এবং মানব জাতির ভবিষ্যত’
৬ থেকে ৮ নভেম্বর প্রথম বিশ্ব ক্লাসিক সম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ৩০টি দেশের সুপরিচিত বিশ্ববিদ্যালয়, থিঙ্ক-ট্যাংক এবং গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মহলের ৪০০ জনেরও বেশি চীনা এবং বিদেশী অতিথি এই সম্মেলনে অংশ নেন। তারা ‘ক্লাসিক সভ্যতা এবং আধুনিক বিশ্ব’— এ বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা করেন এবং মত বিনিময় করেন।
সম্মেলনের মূল আলোচ্যসূচি ৭ থেকে ৮ নভেম্বর বেইজিং ইয়ানছি লেক ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান এবং মূল ফোরাম অনুষ্ঠিত হয়।
শ্রীলঙ্কার জাতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক থুসিথা মেন্ডিস ডালাথ বলেছেন: “প্রতিটি অঞ্চলের নিজস্ব ক্লাসিক সংস্কৃতি রয়েছে এবং এশীয় ক্লাসিক সংস্কৃতির একটি শক্তিশালী অভ্যন্তরীণ সংযোগ রয়েছে, বিশেষ করে চীন এবং শ্রীলঙ্কা। আমাদের অনেক ক্লাসিক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এই সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা আমাদের নিজেদের দেশের ক্লাসিক সংস্কৃতি সম্পর্কে শেয়ার করতে এবং বিনিময় করতে পারি।”