চিনুও পাহাড় উন্নয়নের গল্প
দক্ষিণ-পশ্চিম চীনের সীমান্ত অঞ্চলে অবস্থিত চিনুও পাহাড়ের ক্রান্তীয় রেইনফরেস্ট হাইকিং অনেককেই আকর্ষণ করে। সাম্প্রতিক বছরগুলোয় চিনুও পাহাড়ে অবস্থিত চিনুও থানা রেইনফরেস্টে হেঁটে হেঁটে ভ্রমণ জনপ্রিয় হয়েছে। এখানে পর্যটন শিল্পের উন্নতির ফলে, স্থানীয় বাসিন্দাদের অনেকেই জন্মস্থানে ফিরে এসেছেন ও আসছেন।
চীনের ইউননান প্রদেশের চিশুয়াংবান্না তাই জাতির স্বায়ত্তশাসিত বান্নারের চিংহং শহরের চিনুও পাহাড় থানার প্রাকৃতিক পরিবেশ ভালো, দৃশ্য সুন্দর, সংস্কৃতি সমৃদ্ধ। এটি চিনুও জনগোষ্ঠী-অধ্যুষিত এলাকা এবং পুয়ার চা উত্পন্ন হয় এখানে। চীনের দারিদ্র্যবিমোচন পরিকল্পনা ও বর্তমান গ্রামীণ পুনরুজ্জীবন পরিকল্পনা বাস্তবায়নের ফলে, চিনুও পাহাড় থানার জীবনযাত্রার মানও অনেক উন্নত হয়েছে। এখন প্রতিটি পরিবারের নতুন বাড়িঘর আছে; গ্রামে সড়ক নির্মিত হয়েছে। পাড়ারটি অসংখ্য পর্যটককে আকর্ষণ করে। স্থানীয় বাসিন্দারা জন্মস্থানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ও পাচ্ছেন।
৩১ বছর বয়সী চিনুও পাহাড় থানার পাফিয়াও গ্রামের চিনুও জাতির যুবক থাও চিয়ান সিয়োং, ২০১৩ সালে বাহিনী থেকে অবসর নেওয়ার পর বাইরে কাজ করতেন। ২০১৭ সালে তিনি নিজের জন্মস্থানে ফিরে আসেন এবং পর্যটনসংশ্লিষ্ট কাজ শুরু করেন। ২০২২ সালের শেষ দিকে তিনি নিজের ভ্রমণ কোম্পানি গড়ে তোলেন। এখন তাঁর কোম্পানিতে শতাধিক পেশাদার গাইড আছেন। গত বছর তাঁর কোম্পানি ৩৫ হাজার পর্যটককে সেবা দিয়েছে। এ সম্পর্কে তিনি বলেন,
“অধিকাংশ স্থানীয় যুবক চিনুও পাহাড়ে ফিরে এসেছেন। তাঁরা স্থানীয় পর্যটন শিল্পে অংশগ্রহণ করছেন।”
চিনুও পাহাড় থানার চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সম্পাদক তাও লুন বলেন, “যুবকদের ধারণা নতুন। তাঁদের প্রাণশক্তি বেশি। আমাদের থানা প্রতিদিন নতুন নতুন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।”