ইউননান তৌনানের ‘সুন্দর অর্থনীতি’
ইউন নান প্রদেশের তৌনান ফুল বাজারে প্রতিদিন ১১৭টি ধরনের ১৭ শ’টিরও বেশি জাতের ফুল বিক্রি হচ্ছে। এখানকার ফুল প্রতিদিন ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয়। সম্প্রতি, সাংবাদিকরা খুন মিং তৌনান ফ্লাওয়ার ট্রেডিং মার্কেট পরিদর্শন করেন এবং দেখেন যে, মানুষের ভিড় বাড়ছে, ফুলের সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। প্রস্ফুটিত ফুল ‘সুন্দর অর্থনীতির’ প্রাণবন্ততাকে মূর্ত করেছে।
প্রায় ১৫ হাজার বর্গ মিটারের হলটিতে গোলাপ, লিলি, কার্নেশন, ডেইজি, সূর্যমুখী ফুলসহ অগণিত তাজা-কাটা ফুল স্টলগুলোতে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে... ট্রেডিং হল যেন রঙের সমুদ্রের মতো। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তৌনান বাজারে ফুলের ব্যবসা নিরবচ্ছিন্ন, অগণিত ফুল চাষী, বিক্রেতা এবং পর্যটক এখানে ভিড় জমায়। ডেটা দেখায় যে, দেশে প্রতি ১০টি তাজা-কাটা ফুলের মধ্যে ৭টি আসে তৌনান বাজার থেকে।
বিকেলের সময় ফুল চাষী ইয়াং থাও ২ হাজারেরও বেশি গোলাপ ফুল পরিবহন করেছেন। ফুলের গুণমান নিশ্চিত করার জন্য এসব গোলাপ তোলা থেকে ডেলিভারি পর্যন্ত মাত্র এক ঘন্টার কিছু বেশি সময় লেগেছে। ইয়াং থাও ২০ বছরেরও বেশি সময় ধরে ফুল চাষে নিযুক্ত আছেন, তাঁর বাবা একজন ফুল চাষী। ‘দ্বিতীয় প্রজন্মের ফুল চাষী’ হিসাবে তিনি সর্বপ্রথমে ৫০-মিটার ফ্লাওয়ার স্ট্রিট থেকে বর্তমানে এশিয়ার বৃহত্তম তাজা-কাটা ফুল বাজার পর্যন্ত তৌনানের রূপান্তরের সাক্ষ্য বহন করেছেন।
ইয়াং থাও বলেন, ‘সুবিধাজনক কৃষি এবং বুদ্ধিমান সেচ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে জল এবং সার একত্রিত করার পর আমাদের রোপণ পদ্ধতিগুলো গুণগতভাবে উন্নত হয়েছে। গোলাপের ফলন এবং গুণমান অনেক উন্নত হয়েছে। চারজন রোপণকর্মী ১.৩ হেক্টর ফুলের ক্ষেতের মৌলিক কাজটি সম্পূর্ণ করতে পারেন।’