১৩ জুন ‘সংস্কৃতি ও প্রকৃতি উত্তরাধিকার দিবস উপলক্ষ্যে ‘পিকিং মানব: মানবজাতির সর্বশেষ গোপন তথ্য' নামে চীন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে তৈরি প্রামাণ্য চলচ্চিত্রের ‘ক্লাউড উদ্বোধনী অনুষ্ঠান' বেইজিং ও প্যারিসে অনুষ্ঠিত হয়েছে।
নভেল করোনাভাইরাস মহামারীর সময় সাম্প্রতিক দু-এক বছরে জনপ্রিয় প্রচার মাধ্যমের নতুন ফর্ম হিসেবে ভ্লগ ইন্টারনেটে বেশি জনপ্রিয় হয়েছে।
সদ্যসমাপ্ত শ্রম দিবসের ছুটিতে যারা বাসায় বসে বসে চলচ্চিত্র ও টিভি নাটক দেখতে পছন্দ করেন, তাদের কাছে এই ছুটি নিঃসন্দেহে মুভি বা নাটক উপভোগের ভালো সময় ছিলো।
‘এক্সট্র্যাকশন' নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত সিনেমা হিসেবে রেকর্ড গড়তে চলেছে। ২৪ এপ্রিল অনলাইনে মুক্তি পাওয়া ছবিটি প্রথম চার সপ্তাহে ৯ কোটিবার দেখা হতে পারে। বাংলাদেশ-সংক্রান্ত কিছু অবাস্তব বিষয় তুলে ধরায় এরই মধ্য ব্যাপক সমালোচিত হয়েছে সিনেমাটি।
নভেল করোনাভাইরাস মহামারীর ছড়িয়ে পড়ায় যেসব শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে চলচ্চিত্র শিল্প অন্যতম। ২৩ জানুয়ারি চীনের ৭টি চলচ্চিত্র মুক্তি না দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র গবেষণাকেন্দ্র এবং ইন্টারকন্টিনেন্টাল কমিউনিকেশন সেন্টার বা সি.আই.সি.সি.সহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে ১৮ এপ্রিল একটি রিপোর্ট প্রকাশিত হয়।
সবাই জানেন, আলোছায়া অনুষ্ঠানে আমরা বরাবরই চলচ্চিত্র, টিভি নাটক বা তথ্যচিত্রের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই। এসব গল্পের মধ্যে কোনো কোনোটি মনোমুগ্ধকর; কোনোটি আবার মজাদার, কোনোটি বেদনাদায়ক।
গ্রামের চিকিত্সকরা দরজার ফাঁক দিয়ে রুমে কোয়ারেন্টিনে থাকা লোকদের থার্মোমিটার দেন। গ্রামের লাউড স্পিকারে মহামারী ঠেকানোর কথা বার বার মনে করিয়ে দেওয়া হয়, কয়েকজন বাচ্চা ছোট পতাকার খুঁটি তৈরি করে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠান করে।
মহামারীর বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য চীনা জনগণ, বিশেষ করে উহানবাসী বিরাট ত্যাগ স্বীকার করেছেন। ২৫ মার্চ উহান শহর ছাড়া হুপেই প্রদেশের অন্যান্য শহরের ওপর থেকে অবরুদ্ধ অবস্থা বা লকডাউন প্রত্যাহার করা হয়। এরপর ৮ এপ্রিল উহান শহরের ওপর থেকেও এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
গত সপ্তাহের আলোছায়া অনুষ্ঠানে আমরা জাপানের এনএইচকে'র তৈরি একটি প্রামাণ্যচিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। সেই প্রামাণ্যচিত্রে পেশাদার দৃষ্টিকোণ থেকে সবার কাছে নভেল করোনাভাইরাস প্রসঙ্গে একটি ধারণা দেওয়া হয়েছে।
৯ ফেব্রুয়ারি নভেল করোনাভাইরাস নিয়ে নানা তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে প্রায় ২০ দিনে এ ভাইরাস প্রসঙ্গে একটি প্রামাণ্যচিত্রের জন্ম হয়।
ফ্যান সিনেমাটি ২০১৬ সালের একটি বলিউড চলচ্চিত্র। যশরাজ ফিল্মস-এর এই ছবিটি পরিচালনা করেন মানিশ শর্মা। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। ছবিটি ২০১৬ সালের ১৫ই এপ্রিল মুক্তি পায়।
‘ বাকেট লিস্ট ' নামে জাপানের এই চলচ্চিত্রে পারিবারিক মমতার বন্ধনে ভরপুর এই চলচ্চিত্রটিতে কমেডি বা হাস্যরসের মাধ্যমে পরিবারের মূল্যবোধ, জীবন ও মৃত্যু সম্পর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
অস্কারের ৯২তম আসরে প্রতি বছরের মতো ২৪টি বিভাগে দেওয়া হয়েছে এই পুরস্কার।যুক্তরাষ্ট্রের লস অ্যঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় ৯ ফেব্রুয়ারি ৮টায় অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।