গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ শরণার্থী সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ নাগাদ বিশ্বে গৃহহীন লোকের সংখ্যা ছিল ৭ কোটি ৯৫ লাখ।
পাকিস্তান সময় বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটা পর্যন্ত দেশটিতে নতুন করে ৫৩৫৮জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র তথাকথিত '২০২০ সালের উইগুর মানবাধিকার নীতিকে' আইন হিসেবে অনুমোদন দিয়েছে, তা চীন সরকারের সিনচিয়াং সম্পর্কিত নীতিতে আক্রমণ করেছে, যুক্তরাষ্ট্রের এ আচরণ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতি লঙ্ঘন করেছে।
গতকাল (বুধবার) যুক্তরাষ্ট্র তথাকথিত '২০২০ সালের উইগুর মানবাধিকার নীতিকে' আইন হিসেবে অনুমোদন দিয়েছে। সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ও সিনচিয়াং-এর জনগণ এর তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা করে।
গতকাল (বুধবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে চীন-আফ্রিকা যৌথভাবে করোনাভাইরাস প্রতিরোধের বিশেষ ভিডিও শীর্ষসম্মেলনের সভাপতিত্ব করেছেন এবং ভাষণ দিয়েছেন।
চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বিদেশবিষয়ক কমিটি আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত তথাকথিত ‘২০২০ উইগুর মানবাধিকার নীতি আইন' নিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মানবাধিকারের অজুহাত হিসেবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, সহিংস সন্ত্রাসী শক্তিকে সমর্থন করে।
চীনের জাতীয় গণ-কংগ্রেসের বৈদেশিক বিষয়ক কমিটি আজ (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘২০২০ উইগুর মানবাধিকার বিল' নিয়ে এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বুধবার চীনের কঠোর মনোভাব উপেক্ষা করে যুক্তরাষ্ট্র তথাকথিত ‘২০২০ উইগুর মানবাধিকার নীতিতে' স্বাক্ষর করে আইনে পরিণত করেছে। এ আচরণ চীনের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। চীনের জাতীয় গণ-কংগ্রেস এর তীব্র নিন্দা ও দৃঢ় বিরোধিতা করে।
যৌথভাবে মহামারী প্রতিরোধবিষয়ক চীন ও আফ্রিকার বিশেষ শীর্ষসম্মেলন গতকাল (বুধবার) অনুষ্ঠিত হয়।
জি-৭ গোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীদের প্রকাশিত এক বিবৃতিতে হংকং বিষয়ে আপত্তিকর কথা বলা হয়েছে এবং অযৌক্তিক আচরণ করা হয়েছে; চীন এর দৃঢ় বিরোধিতা করে।
চীন আরেকবার যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল পদক্ষেপ ঠিক করা এবং সিনচিয়াং বিলের অজুহাতে চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা ও চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দিয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের বিদেশবিষয়ক কমিটির কার্যালয়ের প্রধান ইয়াং চিয়ে ছি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে কোভিড-১৯ ইস্যুতে আলোচনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, দু'দেশের উচিত মহামারী রোধে সহযোগিতা জোরদার করা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল (বুধবার) বলেছেন যে, উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ২০০৮ সাল থেকে ডিপিআরকের বিরুদ্ধে জরুরি অবস্থার মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হবে। অর্থাত্ ডিপিআরকে সম্পর্কিত মার্কিন নিষেধাজ্ঞাগুলোর মেয়াদ বাড়বে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মঙ্গলবার বিদেশি ভর্তুকি সম্পর্কে এক শ্বেতপত্র প্রকাশ করেছে এবং জনগণকে এ বিষয়ে মন্তব্য করার আহ্বান জানিয়েছে। চীন আশা করে, ইইউ ভর্তুকিকে বাণিজ্যিক বাধার কারণ মনে করবে না। কিছু বিশ্লেষক উল্লেখ করেছেন, শ্বেতপত্রটি মূলত ইউরোপে চীনা কোম্পানিগুলির একীভূতকরণ ও অধিগ্রহণ কার্যক্রমকে লক্ষ্য করে প্রকাশ করা হয়।
চীন ও ভারতে মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা করে বাংলাদেশ।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় কমিটির বিদেশ-বিষয়ক কমিটির কার্যালয়ের প্রধান ইয়াং চিয়ে ছি হাওয়াইতে ১৬ ও ১৭ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে আলাপ-আলোচনা করেছেন।