প্যারিস অলিম্পিক গেমসে স্বর্ণজয়ী চীনা ক্রীড়াবিদদের কথা
চলতি বছরের আগস্ট মাসে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজিত হয়। স্বাভাবিকভাবেই বিশ্বব্যাপী এর আকর্ষণ ছিল অনেক বেশি। গেমস শেষ হয়েছে, তবে অলিম্পিক চেতনা সারা বিশ্বে রয়ে গেছে। সম্প্রতি প্যারিস অলিম্পিক গেমসে স্বর্ণপদকজয়ী চীনা খেলোয়াড়রা চীনের বিভিন্ন এলাকার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাঁদের বড় হওয়া ও ক্রীড়া-প্রশিক্ষণের গল্প শেয়ার করেন। তাঁরা ছাত্রছাত্রীদের সাহসের সাথে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া এবং নিজেদের স্বপ্নের বাস্তবায়নে চেষ্টা করায় উত্সাহ দেন। চীনা ছেলেমেয়েরা অলিম্পিক চ্যাম্পিয়নদের গল্প শুনে বেশ মুগ্ধ হয়, হয় উত্সাহিত। আজকের অনুষ্ঠানে আমরা চীনা অলিম্পিক চ্যাম্পিয়নদের গল্প তুলে ধরবো।
সম্প্রতি চীনের হুপেই প্রদেশের ক্রীড়া ব্যুরোর উদ্যোগে অলিম্পিক গেমসের চেতনা প্রচারসংক্রান্ত এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্যারিস অলিম্পিক গেমসের নারী টেনিস চ্যাম্পিয়ন চেং ছিন ওয়েন এবং নারীদের ডাইভিংয়ে সিঙ্ক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড চ্যাম্পিয়ন ছাং ইয়া নি, মহিলাদের কায়াকিং ফ্ল্যাট ওয়াটার ৫০০ মিটার ডাবল রোয়িং চ্যাম্পিয়ন সুন মেং ইয়া হুয়াচং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সামনে নিজেদের অভিজ্ঞতা ও গল্প শেয়ার করেন।
নারী টেনিস চ্যাম্পিয়ন চেং ছিন ওয়েন বলেন, ছোটবেলায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখা শুরু করেন তিনি। ১২৮ বছরের অলিম্পিক গেমসের ইতিহাসে তিনিই প্রথমবারের মতো এশিয়ান খেলোয়াড় হিসেবে মহিলা টেনিসের এককে অলিম্পিক চ্যাম্পিয়ন হন। এটি ছিল অতুলনীয় সাফল্য। বহু বছর ধরে তিনি কঠোর সাধনা করেছেন, পরিশ্রম করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, চর্চা করেছেন। এবং অবশেষে সাফল্য পেয়েছেন।
স্বপ্নের বাস্তবায়ন সম্পর্কে চেং বলেন, সবার উচিত সাহসের সাথে স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা করা। কেবল স্বপ্ন দেখলেই, সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা সম্ভব। তবে, স্বপ্ন বাস্তবায়নের পথে বিভিন্ন চ্যালেঞ্জ, সমস্যা, বিভ্রান্তি, সন্দেহ, অশ্রু ও ব্যর্থতা সহ্য করতে হবে। কারণ, বহুবার ব্যর্থ হবার পরই কেবল সাফল্য অর্জন করা সম্ভব। তাই, ব্যর্থতার অভিজ্ঞতাও খারাপ না। যখন বিশ্বের শীর্ষস্থানে দাঁড়িয়ে অতীতের অভিজ্ঞতা স্মরণ করা যাবে, তখন মনে শান্তি ও সান্ত্বনা পাওয়া যাবে। চলার পথের কষ্ট ও পরিশ্রম জীবনের জন্য শ্রেষ্ঠ অভিজ্ঞতা। তার নিজের জন্যও একই কথা প্রযোজ্য।