চলতি বাণিজ্যের ১৭তম পর্ব
“এই মেলার মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অংশীদারের খোঁজ পায়, নতুন নতুন সম্ভাবনার ও নতুন অর্থনৈতিক শক্তির দেখা পায়। বাণিজ্য বৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গভীর করার মাধ্যমে যে কোন পণ্য বৈশ্বিক পর্যায়ে পৌছে দেওয়া সম্ভব। মেলায় অংশগ্রহণকারীদের আগ্রহই বলে দেয় সারা বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায় চীনের অর্থনীতির বিষয়ে আশাবাদী এবং তারা বাণিজ্যিক সহযোগিতা ভবিষ্যতে বাড়াতে চায়।“
মেলার ৩টি পর্বে সব মিলিয়ে সারা বিশ্বের ৪০ দেশ ও অঞ্চলের মোট ৫০৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত জায়গায় পরিমাণ গেল বারের চেয়ে ১০ হাজার বর্গ মিটার বেড়ে হয় ৩০ হাজার বর্গ মিটার।
১৯৫৭ সাল থেকেই সাধারণত বছরে দুইবার বসে এই ক্যান্টন মেলা। একটি বসন্তকালে আর অন্যটি শরতে। বৈদেশিক বাণিজ্য বাড়াতে এবং বেদিশী ক্রেতা ও বিনিয়োগকারীদের আকর্ষণ করতে একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই মেলা। বিশেষ করে দেশি-বিদেশি সরবরাকারী ও ক্রেতাদের মধ্যে যোগাযোগ করিয়ে দেওয়া, বাণিজ্য সহযোগিতা ও বাড়ানোর ক্ষেত্রে দারুণ ইতিবাচক প্রভাব বিস্তার করছে ক্যান্টন মেলা। চলতি বছর আবারো অক্টোবর মাসে বসবে ১৩৪তম ক্যান্টন ফেয়ার।
ভিনদেশে চীন:
সৌদিতে স্মার্ট সিটি গড়ে তুলছে চীনা প্রযুক্তি কোম্পানি সেন্স টাইম
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে স্মার্ট সিটি গড়ে তুলবে চীনের একটি কোম্পানি। শুধু তাই নয়, দেশটির স্মার্ট পর্যটনের বিকাশ ও স্মার্ট বিনোদনের নানা ক্ষেত্রে সহযোগিতা দেবে এই চীনা প্রতিষ্ঠান।
চীনের হংকং-ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানি সেন্স টাইম এবার পৌছে গেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। সেখানকার কিং আব্দুল্লাহ ফিনানশিয়াল ডিস্ট্রিক্ট –কেএএফডি’র সঙ্গে যৌথভাবে স্মার্ট সিটি নির্মাণ করবে কোম্পানিটি।