চলতি বাণিজ্যের ১৭তম পর্ব
চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান
‘চলতি বাণিজ্য’
চলতি বাণিজ্যের ১৭তম পর্বে থাকছে:
১. অর্জনে ইতিহাস সৃষ্টি করলো ১৩৩তম ক্যান্টন মেলা
২. সৌদিতে স্মার্ট সিটি গড়ে তুলছে চীনা প্রযুক্তি কোম্পানি সেন্স টাইম
৩. বেড়েছে চাহিদা, চীনে বিক্রি বেড়েছে বিএমডাব্লিউ গাড়ির
অর্জনে ইতিহাস সৃষ্টি করলো ১৩৩তম ক্যান্টন মেলা
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বাণিজ্য ও অর্থনীতির নানা সূচকে অর্জনের ইতিহাস সৃষ্টি করেছে চীনের ১৩৩তম আমদানি-রফতানি মেলা বা ক্যান্টন মেলা। বিশেষ করে রফতানি আদেশ, মেলার পরিসর, বুথের সংখ্যা, নতুন উদ্ভাবিত পণ্য থেকে শুরু করে অংশগ্রহণকারী –সব দিক দিয়ে তৈরি হয়েছে নতুন রেকর্ড। ক্যান্টন মেলার আয়োজক কমিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। মেলার উপ-পরিচালক জানান, এ মেলার মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত দেশগুলোর মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হয়েছে, খুলেছে ব্যবসায়ীক নেটওয়ার্কের নতুন দরজা।
চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে বরাবরের মতো এ বছরও বসে ঐতিহ্যবাহী ক্যান্টন মেলা। দাপ্তরিক নাম ‘আন্তর্জাতিক আমদানি-রপ্তানি মেলা’। এবার বসে মেলার ১৩৩তম আসর।
সদ্য শেষ হওয়া এই মেলা এবার বাণিজ্য ও অর্থনীতির নানা সূচকে অর্জন করে নতুন ইতিহাস। মেলার আয়োজক কমিটি জানায়, রফতানি আদেশ, মেলার পরিসর, বুথের সংখ্যা, নতুন উদ্ভাবিত পণ্য থেকে শুরু করে অংশগ্রহণকারী –সব দিক দিয়ে তৈরি হয়েছে নতুন রেকর্ড।
পরিসংখ্যান বলছে, সদ্য শেষ হওয়া মেলা থেকে চীন রফতানি আয়ের আদেশ পেয়েছে ২২ বিলিয়ন মার্কিন ডলার যা আগের যে কোন সময়ের চেয়ে বেশি।
মেলায় আগত দর্শনার্থীর সংখ্যা ছিলো ২৯ লাখ উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরের মেলাগুলোর মতোই এবারের মেলার পরিধি বরাবরের মতোই বেড়েছে। বিশেষ করে গেলবার যেখানে মেলার পরিসর ছিলো ১১ লাখ ৮০ হাজার বর্গ মিটার, সেখানে এ বছর মেলার পরিধি বেড়ে দাঁড়ায় ১৫ লাখ বর্গ মিটার। ১৯৫৭ সালে শুরুর পর এটাই সর্বোচ্চ আয়তনের জায়গাজুড়ে আয়োজন করা মেলা।