চলতি বাণিজ্যের ১৭তম পর্ব
কানাডীয় ক্রেতা
“ক্যান্টন মেলায় দেখা যাচ্ছে চীনা উদ্যোক্তারা তাদের পণ্যের মান ও ডিজাইনে বৈচিত্র্য এনেছেন। তারা আরো বেশি মানের সৃজনশীল পণ্য উৎপাদন করছে। এসবপণ্যের মানই কেবল ভালো তা নয় বরং সরবরাহ ব্যবস্থায় একটি ভালো চেইনের দেখা মিলছে।“
এদিকে, প্রদর্শনীর যে কাঠামো, তাতেও পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয় বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে সম্পর্কিত দেশের প্রতিষ্ঠানগুলোকে। তাইতো এবারের মেলা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে যুক্ত দেশগুলোকে নানাভাবে যুক্ত করেছে। আয়োজকরা বলছেন, চীনের বিশাল বাজারে এসব দেশ ও অঞ্চলের পণ্য প্রবেশ করতে পারবে সহজেই। আবার চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে বিদেশি কোম্পানিগুলোকে আকর্ষণ করতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই ক্যান্টন মেলা।
আমদানি প্রদর্শনীতে অংশ নেওয়া তুর্কি কোম্পানির এই প্রতিনিধি জানান, তার প্রত্যাশা মেলা অংশ গ্রহণের সুফল খুব শিগগিরই পাবেন তারা।
“বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রদর্শনীতে অংশ নিয়েছে ব্যবসায়ীরা। কাজেই আমার মনে হয় ক্রেতার সংখ্যা বাড়াতে এটি খুবই সহায়ক হবে।“