চলতি বাণিজ্যের ১৭তম পর্ব
এদিকে সৌদির ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সেলা’র সঙ্গে একত্রে ডিজিটাল টুরিজম ও স্মার্ট বিনোদন বিষয়ক কার্যক্রমেও যুক্ত থাকবে কোম্পানিটি। সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে এই কোম্পানিটি।
সেন্স টাইমের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সু লি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক সেবা ও প্রকল্প বাস্তবায়নে কাজ করবে কোম্পানিটি।
সৌদি আরব ২০৩০ সালের মধ্যে যে উন্নত দেশ গঠনের পরিকল্পনা করছে তাতে সক্রিয় সহযোগী হয়ে উঠেছে চীন। ২০১৮ সাল থেকে সৌদি আরবের বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে এই কোম্পানিটি।
কোম্পানি প্রোফাইল:
বেড়েছে চাহিদা, চীনে বিক্রি বেড়েছে বিএমডাব্লিউ গাড়ির
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: বিদ্যুৎ চালিত গাড়ির চাহিদা প্রায় দ্বিগুণ হয়েছে চীনে। এক পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের প্রথম ২ মাস অর্থাৎ জানুয়ানি ও ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রির হার আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে দ্বিগুণ হয়েছে। এতেই চাঙ্গা হয়েছে গাড়ির বাজার। বিশেষ করে জার্মান গাড়ির ব্র্যান্ড বিএমডাব্লিউ তাদের গাড়ি তৈরি ও বিপণনের সংখ্যা বাড়িয়েছে।
কোম্পানিটি বলছে, বিএমডাব্লিউর সবচেয়ে বড় একক মার্কেট চীন। এখানে গেল বছরের তুলনায় চলতি বছর তাদের ব্র্যান্ডের গাড়ির চাহিদা তিনগুণ বেড়েছে। কোম্পানিটির একজন মুখপাত্র চীনা সংবাদ সংস্থা সিনহুয়াকে জানায়, চীনে কোম্পানিটির মুনাফা হুহু করে বাড়ছে। বিশেষ করে বিদ্যুৎচালিত গাড়ির চাহিদা দিনদিনই বাড়ছে। সামনের দিনগুলোতে এই চাহিদা বাড়বে তাই উৎপাদনও বাড়িয়ে দিচ্ছে এই কোম্পানিটি।