বাংলা

চলতি বাণিজ্যের ১৭তম পর্ব

CMGPublished: 2023-05-12 20:18:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কোম্পানির হিসেব বলছে, বিএমডাব্লিউ ব্র্যান্ডের প্রতি ৩টি গাড়ির ১টিই বিক্রি হচ্ছে চীনে। বিএমডাব্লিউ’র সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় চীনে মুনাফাও বেশি করে কোম্পানিটি। এই মুনাফা অর্জনের হার যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় দ্বিগুণ।

২০২২ সালে চীনের অংশীদার বিএমডাব্লিউ ব্রিলিয়ান্স অটোমোবাইল –বিবিএ’র সঙ্গে পুরোপুরি যুক্ত হয় বিএমডাব্লিউ। এরপর থেকেই মুনাফার পরিমাণ বাড়তে থাকে। হিসেব বলছে, কর পরিশোধের পরও ২০২২ সালে রেকর্ড ২৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করে বিএমডাব্লিউ।

首页上一页...4567 7

Share this story on

Messenger Pinterest LinkedIn