চলতি বাণিজ্যের ১৭তম পর্ব
এবারের মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলোর অর্ধেকই ছিলো বিভিন্ন রকম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আবার অংশগ্রহণকারীদের ৯০ শতাংশই ছিলো বেসরকারিখাতের উদ্যোক্তা প্রতিষ্ঠান। মেলা কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের মেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে অনলাইন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবারের ক্যান্টন মেলায় অনলাইনে অংশ নেয় সারা বিশ্বের ৩৯ হাজার প্রতিষ্ঠান যা সরাসারি অংশ নেওয়া প্রতিষ্ঠানের চেয়েও বেশি।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও ১৩৩তম ক্যান্টন মেলার উপ-পরিচালক ছ শিচিয়া জানান, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মেলায় প্রদর্শন করে ৮ লাখ নতুন পণ্য। এসব পণ্যের মধ্যে ৫ লাখই ছিলো কম কার্বন নিঃসরণ হয় এমন শিল্প প্রতিষ্ঠানের পণ্য।
ছু শিচিয়া, উপ-পরিচালক, ১৩৩তম চায়না আমদানি-রপ্তানি মেলা