ছোট জায়গায় বড় অর্থনৈতিক শক্তি
বয়স নির্বিশেষে তুং কুয়াং শানের রেস্তোরাঁর মালিকেরা নানা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিজেদের ব্যবসার সুযোগ খুঁজছেন এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তাদের জন্য প্রধান লক্ষ্য।
বসন্ত উত্সবের অষ্টম দিন, হু নান প্রদেশের লিউ ইয়াং শহরের অর্থনীতি উন্নয়ন এলাকার একটি পাম্প কোম্পানি ছুটির পর পুনরায় উত্পাদন শুরু করে। এ কোম্পানি মূলত খনিতে ব্যবহৃত পাম্প তৈরি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে তার উত্পাদন বছরে গড়ে ২০-৩০ শতাংশ প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২৪ সালের শুরুর দিকেও প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে। সাধারণত বসন্ত উত্সবের ৭ দিন আগে থেকেই কারখানার ছুটি শুরু হয় তবে এ বছর তাদের অর্ডার বেশি বলে অনেক কর্মী বসন্ত উত্সবের দু দিন আগ পর্যন্ত কাজ করেছেন। পরীক্ষা বিভাগের পরিচালক ছেন হু ছিং ও তার সহকর্মীরা মনোযোগ দিয়ে পণ্যের মান পরীক্ষা করেন। তারা রাত ৯টা পর্যন্ত কাজ করেন। আগে প্রতি মাসে তিনি ৩০টি মশিনের পরীক্ষা করতেন আর এখন প্রতি মাসে ৪০টি মেশিন টেস্ট করতে হয়।
নির্মাণখাতের একটি ঐতিহ্যবাহী কোম্পানি হিসেবে ‘চিয়া নেং’ নামের এ কোম্পানির সাফল্যের রহস্য হয়েতো তাদের নবায়ন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সহকারী লি ইয়ুন বলেন, আগে বেশিরভাগ কোম্পানি অন্যদের কপি করতো। অন্যদের পণ্য অনুযায়ী নিজেদের পণ্য তৈরি করতো। তবে এখন তারা নবায়নের উপর গুরুত্ব দেয়। একটি শক্তিশালী ও বড় কোম্পানি হতে চাইলে নিজের বৈশিষ্ট্যের পণ্য থাকতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে চিয়া নেং নিজের গবেষণায় নতুন কয়েকটি ধরনের পণ্য তৈরিতে সফল হয় এবং গবেষণা অবহ্যাত রেখেছে। ভোক্তাদের চাহিদা অনুযায়ী নিজের পণ্যের আপগ্রেড বাস্তবায়ন করছে।
একই অর্থনৈতিক উন্নয়ন এলাকায় অবস্থিত ‘পাও শান’ নামের আরেকটি কোম্পানি গাড়ির যন্ত্রাংশ তৈরি করে। কোম্পানির উপ-ব্যবস্থাপক সু ই কুও জানান, সাধারণত গাড়ি শিল্পের জন্য জানুয়ারি ও ফেব্রুয়ারি অফ সিজন, তবে এ বছরের শুরুতে তাদের ব্যবসা ভাল ছিল। বসন্ত উত্সবের আগে কোম্পানির কারখানায় ২৪ঘন্টার মতো উত্পাদন চলেছে। বসন্ত উত্সবের সময় চীনারা অনেক কানাকাটা করে এবং কোম্পানির গুদামে থাকা যন্ত্রাংশকে বসন্ত উত্সবের স্টক মনে করা হয়। কারখানার শ্রমিকদের তুলনায় একদিন পরে লজিস্টিক বিভাগের কর্মীদের ছুটি শুরু হয়। কারণ ছুটির আগে সব পণ্য গ্রাহকদের হাতে পৌঁছে দিতে হবে। বসন্ত উত্সবের নবম দিন কারখানা আবার চালু হয় এবং তারা নতুন বছরের কাজ শুরু করে। সু ই কুও বলেন, এখন নতুন জ্বালানিচালিত গাড়িশিল্পে দ্রুত পরিবর্তন ঘটছে এবং তাদের পরিবর্তন অনুযায়ী যন্ত্রাংশ কোম্পানিকে পরিবর্তন আনতে হচ্ছে। আগে বছরে এ কোম্পানি ১-২টি নতুন প্রকল্প চালু করতো আর এ বছর তারা ৫টি নতুন প্রকল্প একসাথে শুরু করেছে। আগে ছাংশা শাখা কোম্পানিতে ছিল কেবল উত্পাদন ও বিক্রয় – এ দুটি বিভাগ। এখন কোম্পানিতে যোগ দিয়েছেন ১০ জনের একটি গবেষণা দল। ছোট কোম্পানির জন্য তাদের একটি সুবিধা রয়েছে। সেটি হলো বাজারের পরিবর্তন অনুযায়ী তারা দ্রুত নিজের উত্পাদন সমন্বয় করতে পারে।