বাংলা

আকাশ ছুঁতে চাই ৪৯-China Radio International

criPublished: 2021-11-25 17:10:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জন্মস্থানকে ভীষণ ভালবাসেন লি। তাইতো সময় পেলেই গ্রামবাসীদের আঁকা ছবিগুলো নিয়ে স্থানীয় স্কুলগুলো পরিদর্শন করেন লি। শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন নানামাত্রিক অভিজ্ঞতা আর দারুণ সব অনুভূতি । এছাড়া চীনা সংস্কৃতির প্রাচীন ইতিহাসসহ আধুনিক জীবনে গুরত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।

সাম্প্রতিক বছরগুলোয় সংখ্যালঘু জাতির সংস্কৃতি সুরক্ষায় নানামুখী কার্যকর পদক্ষেপ নিয়েছে চীন। দং জাতির সংস্কৃতি চর্চায় এরইমধ্যে চালু হয়েছে প্রশিক্ষণ কোর্স। এতে যুক্ত করা হয়েছে বাদ্যযন্ত্র, গান ও ছবি ।

লি প্রত্যাশা করেন. “তাঁর জন্মস্থানের তরুণ-তরুণীরাও অংশ নেবে নিজস্ব সংস্কৃতি রক্ষার কাজে। সবার প্রচেষ্টায় বিশ্ব দরবারে ছড়িয়ে পড়বে দং জাতির ইতিহাস আর ঐতিহ্য”।

首页上一页...23456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn