বাংলা

আকাশ ছুঁতে চাই ৪৯-China Radio International

criPublished: 2021-11-25 17:10:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আকাশ ছুঁতে চাই ৪৯

কী থাকছে এবারের পর্বে

১. এখনি প্রতিরোধ করুন নারীর প্রতি সহিংসতা

২.করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশুরা: ইউনিসেফের রিপোর্ট

৩. সাহসী সাংবাদিক হু চিবাং

৪. গান: হান হোং

৫. টেলিভিশন উপস্থাপিকা লি জুয়ান হয়ে উঠছেন নিজ জাতির মুখপাত্র

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

এখনি প্রতিরোধ করুন নারীর প্রতি সহিংসতা

নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিশ্বকে অরেঞ্জ করো: নারীর প্রতি সহিংসতা এখনি প্রতিরোধ করো। Orange the World: End Violence against Women Now! আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস বাংলাদেশে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ বিষয়ে আজ আমরা কথা বলবো মানবাধিকার কর্মী বনশ্রী মিত্রের সঙ্গে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার অ্যাডভাইজার। অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার

বনশ্রী মিত্র বলেন, বিশ্ব জুড়ে নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক জরীপে দেখা গেছে বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে দুজন যৌন নির্যাতনের শিকার হন। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা, বৈষম্য ও নির্যাতন প্রতিরোধে এখনি পদক্ষেপ নিতে হবে। সে কারণেই এবারের থিম নির্ধারণ করা হয়েছে যে নারীর প্রতি সহিংসতা এখনি প্রতিরোধ করতে হবে।

বনশ্রী বলেন, ‘মোটা দাগে বলা যায়, নারীর প্রতি সহিংসতা আগের তুলনায় বেড়েছে।’ কিন্তু তিনি মনে করেন এর পিছনের কার্য-কারণ বিশ্লেষণ করাটা জরুরি। নারীরা আগে নির্যাতন নীরবে মেনে নিতেন। তারা প্রতিবাদ করতেন না। আবার অনেক শারিরীক, মানসিক, আর্থিক ও যৌন নির্যাতন বিষয়ে তারা সচেতন ছিলেন না। এগুলো যে নির্যাতন সেটা তারা জানতেন না। তারা মনে করতেন এটাই নিয়ম। কিন্তু সরকারি বেসরকারি সংগঠনগুলো নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে কাজ করে চলেছে। তাদের সচেতন করছে। নারীরা চেষ্টা করছেন তাদের নির্যাতন বলয় থেকে বেরিয়ে আসতে। তবে এই বিষয়টি শুধু সরকারের নারী বিষয়ক মন্ত্রণালয় ও অধিদপ্তরের একক দায়িত্ব ও কার্যক্রম নয়। কাজটি সবগুলো মন্ত্রণালয়ের সম্পর্কিত। নারীর প্রতি নির্যাতন প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রয়েছে। রয়েছে নারীবান্ধব বাজেট প্রণয়নে অর্থ মন্ত্রণালয়েরও বিশেষ ভূমিকা। পুরো সমাজকে সমন্বিত ভূমিকা রাখতে হবে সমাজ ও বিশ্বকে নারীবান্ধব করে গড়ে তোলার কাজে। তিনি এমন এক বিশ্বের স্বপ্ন দেখেন যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলে হবে নিরাপদ, নির্যাতনমুক্ত ও বৈষম্যমুক্ত।

করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশুরা: ইউনিসেফের রিপোর্ট

শিশু অধিকার সনদ বাস্তবায়নের পর থেকে প্রতি বছরের নভেম্বরের ২০ তারিখে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এই দিনে ইউনিসেফ শিশুদের সবচেয়ে বড় সমস্যাগুলো সমাধানে সমর্থন আদায় করে। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে।

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn