আকাশ ছুঁতে চাই ৪৯-China Radio International
পর্যটকরা আসলে, তাদের নিয়ে ঘুরতে বের হন লি। অতিথিদের সামনে তুলে ধরেন দং জাতির অজানা ইতিহাস আর বৈচিত্রময় জীবনচিত্র।
পর্যটকরা পরিচিত হন দং জাতির অসম্ভব সুন্দর সব কাঠের স্থাপত্য আর ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে।
লি মূলত টেলিভিশনে নানারকম প্রোগ্রাম তৈরি করতেন আর উপস্থাপনায় নিজেকে মেলে ধরতেন ভিন্ন নানা রকম রুপে। জন্মভূমিকে বিশ্ব দরবারে সুন্দর করে তুলে ধরতে তিনি চেয়েছেন টেলিভিশনে তার দীর্ঘ সময়ের উপস্থাপনার অভিজ্ঞতা কাজে লাগুক।
২০১৯ সালে জন্মস্থানে ফিরে দং যাদুঘরে উপস্থাপনার কাজ শুরু করেন লি।
“আমার জন্মস্থানে ফিরে আসার প্রধান উদ্দেশ্য হলো আরো বেশি মানুষকে দং জাতির সংস্কৃতি সম্পর্কে জানানো।”: লি জুয়ান
সুন্দর পোশাকে সজ্জিত লি জুয়ানের সঙ্গে ছবি তুলতে পছন্দ করেন পর্যটকরা