আকাশ ছুঁতে চাই ৪৯-China Radio International
অনুষ্ঠান শেষ করছি একটি সাফল্যের খবর দিয়ে। বাংলাদেশের স্থপতি নারী মেরিনা তাবাসসুম সম্প্রতি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক ২০২১। লন্ডনের স্যার জন সন জাদুঘর কর্তৃপক্ষ প্রতিবছর একজন স্থপতিকে তার কাজের মূল্যায়ন ও স্বীকৃতিস্বরুপ এ পুরস্কারে ভূষিত করেন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য উদ্ভাবনী পদ্ধতিতে আবহাওয়া সহনশীল এবং স্বল্প খরচে তৈরি করা যায় এমন ঘরবাড়ির নকশা প্রণয়ন করে তিনি পুরস্কার পেলেন। মেরিনা ১৯৬৯ সালে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। এর আগেও তিনি স্থপতি হিসেবে দেশীয় ও আন্তর্জাতিকভাবে কৃতিত্বের পরিচয় দিয়েছেন।
প্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা। অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন, ঢাকায় এফ এম ১০২ এবং চট্টগ্রামে এফ এম ৯০ মেগাহার্টজে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.
আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে শিশুরা, ইউনিসেফের রিপোর্ট বিষয়ক প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী
সাহসী সাংবাদিক হু চিবাং বিষয়ক প্রতিবেদন : শান্তা মারিয়া
টেলিভিশন উপস্থাপিকা লি জুয়ান হয়ে উঠছেন নিজ জাতির মুখপাত্র বিষয়ক প্রতিবেদন হাবিবুর রহমান অভি, তথ্য: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ ।
অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী