আকাশ ছুঁতে চাই ৪৯-China Radio International
টেলিভিশন উপস্থাপিকা লি জুয়ান হয়ে উঠছেন নিজ জাতির মুখপাত্র
পর্যটকদের কাছে নিজের জাতিকে সুন্দর করে উপস্থাপন করেন চীনা নাগরিক লি জুয়ান। একসময়ে টেলিভিশন উপস্থাপিকা এখন হয়ে উঠেছেন দং জাতির মুখপাত্র। পর্যটকরা এলেই লি জুয়ান তাদের সামনে তুলে ধরেন দং জাতির ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যমন্ডিত স্থাপত্যর পরিচয়। শুনুন প্রতিবেদন।
পর্যটকদের কাছে নিজের জাতিকে সুন্দর করে উপস্থাপন করেন চীনা নাগরিক লি জুয়ান। একসময়ে টেলিভিশন উপস্থাপিকা এখন হয়ে উঠেছেন দং জাতির মুখপাত্র।
পর্যটকদের প্রিয়মুখ লি জুয়ান। উদ্যমী এই তরুণী কাজ করেন জাদুঘরে।