বাংলা

চলতি বাণিজ্যের ৪৮তম পর্ব

CMGPublished: 2023-12-15 15:57:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা শিক্ষার্থী

“ভিসামুক্ত প্রবেশ নীতির ফলে আমি মালয়েশিয়ার সিটি সেন্টার ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখার সুযোগ পেয়েছি।“

এই নীতি অনুমোদনের পর মালয়েশিয়া প্রাথমিকভাবে চীনা নাগরিকদের জন্য ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধা কার্যকর করেছে। মালয়েশিয়ায় এই সুবিধা কার্যকর হয়েছে চলতি ১ ডিসেম্বর থেকে। চীনা পর্যটকদের আরও বেশি সুবিধা দিতে মালয়েশিয়ার ট্যুরিজম বোর্ড নানা পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বিমানবন্দরে ১৪টি নতুন ইমিগ্রেশন কাউন্টার খুলেছে তারা।

আম্মার আব্দুল গফার, মহাপরিচালক, মালয়েশিয়া ট্যুরিজম প্রমোশন বোর্ড

“চীনা পর্যটকদের জন্য আমরা এই সুবিধা তৈরি করেছি আবার একই সুবিধা আমরাও নিচ্ছি। কারণ মালয়েশিয়া অবস্থান করার জন্য এটা একটা বেশ ভালো সুবিধা। আমাদের বিশ্বাস তারা তাদের পরিবার, বন্ধুসহ আমাদের এখানে বেড়াতে আসবে এবং মালয়েশিয়ার নানা পর্যটন স্থাপনা ঘুরে দেখবে।“

এদিকে, চীনা নাগরিকদের দেওয়া এমন সুযোগে কেবল মালয়েশিয়ার বিমান পরিবহন শিল্পের মুনাফাই বাড়েনি, বরং মালয়েশিয়ার হোটেল ও পর্যটন শিল্পে রীতিমত চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে।

首页上一页...345678全文 8 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn