চলতি বাণিজ্যের ৪৮তম পর্ব
চলতি বাণিজ্যের ৪৮তম পর্বে থাকছে:
১. চীন-ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার প্রত্যয়
২. প্রযুক্তিগত কার্যক্রম বাড়াতে চীনে আরও বিনিয়োগ করছে মার্কিন সংস্থা জিই হেলথকেয়ার
৩. চীন-মালয়েশিয়ায় ভিসামুক্ত সুবিধা চালু, বিপুল সংখ্যক পর্যটক বিনিময়ের সম্ভাবনা
চীন-ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার প্রত্যয়
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীন-ভিয়েতনাম দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করার ব্যাপারে জোর দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম গিয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সি চিনপিং এ কথা বলেন। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সি চিনপিং বলেন, এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ ও আসিয়ানের সদস্যরাষ্ট্র হিসেবে এই অঞ্চলে কৌশলগত ভূমিকা পালন করছে ভিয়েতনাম। এর আগে ভিয়েতনাম পৌঁছালে চীনা প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয় দেশটির সামরিক বাহিনীর চৌকশ দল।
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুয়েন ফু ট্রং এবং দেশটির প্রেসিডেন্ট ভো ফান থুওং-এর আমন্ত্রণে বুধবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে সস্ত্রীক ভিয়েতনাম পৌছান চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। এয়ার চায়নার বিশেষ বিমান পৌছালে প্রেসিডেন্ট সি চিনপিংকে স্বাগত জানান ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
এ সময় বিমানবন্দরে চীন ও ভিয়েতনামের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রায় ৪শ’ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এরপর জাকযমকপূর্ণ মোটর শোভাযাত্রার মাধ্যমে রাজধানী হ্যানয়ের প্রেসিডেন্টের প্রাসাদে পৌঁছান চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফং লি ইউয়ান। এ সময় তাকে স্বাগত জানান ভিয়েতনামের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতা নুয়েন ফু ট্রং ও তার স্ত্রী।