চলতি বাণিজ্যের ৪৮তম পর্ব
কোম্পানি প্রোফাইল:
প্রযুক্তিগত কার্যক্রম বাড়াতে চীনে আরও বিনিয়োগ করছে মার্কিন সংস্থা জিই হেলথকেয়ার
সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনা বাজারে প্রবেশ করতে উদগ্রীব মার্কিন স্বাস্থ্যসেবাদানকারী কোম্পানি জিই হেলথকেয়ার। বিশেষ করে চীনের বাজারের বিপুল সম্ভাবনা, উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে চীনাদের আগ্রহ এখানে বিনিয়োগ করতে উৎসাহিত করছে এই মার্কিন প্রতিষ্ঠানটিকে। কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, চীনা গ্রাহকদের রুচি ও চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা প্রতিশ্রুতিকে সামনে রেখেই কার্যক্রম পরিচালনা করছেন তারা।
চীনে সদ্য শেষ হওয়া সাপ্লাই চেইন এক্সপোতে অন্য বহু প্রতিষ্ঠান ও কোম্পানির মতো অংশ নেয় মার্কিন স্বাস্থ্যসেবাদানকারী কোম্পানি জিই হেলথকেয়ার। বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানিগুলোকে চীনে বিনিয়োগে উৎসাহি দিতেই আয়োজন করা হয় এ মেলার। তাইতো এই প্রদর্শনীর স্লোগান ঠিক করা হয় ‘কানেক্টিং দ্য ওয়ালর্ড ফর এ শেয়ারড ফিউচার’ বা অভিন্ন ভবিষ্যতের জন্য বিশ্বকে সংযুক্ত করা।
এ প্রদর্শনীতে অংশ নিয়ে চোখ খুলে যায় মার্কিন কোম্পানি জিই হেলথকেয়ারের। বেইজিংয়ের এই প্রদর্শনীতে তারা বহুমূখী সম্ভাবনার খোঁজ পায়। চীনা গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানিটির প্রধান বৈশ্বিক সরবরাহ চেইন ও সেবা বিভাগের কর্মকর্তা কেনেথ স্টেচারর্সস্কি জানান, চীনা বাজারের একেবারে গভীরে প্রবেশ করে গ্রাহকদের সঙ্গে সরাসরি কাজ করতে চান তারা।
কেনেথ স্টেচারর্সস্কি, বৈশ্বিক সরবরাহ চেইন ও সেবা বিভাগের কর্মকর্তা, জিই হেলথকেয়ার