বাংলা

চলতি বাণিজ্যের ৪৮তম পর্ব

CMGPublished: 2023-12-15 15:57:19
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“চীনে আমাদের যে প্ল্যান্টটি আছে তা সারা বিশ্বের সবচেয়ে বড়। এমনকি আমরা সারা বিশ্বের সব দেশে চীন থেকেই মালামাল সরবরাহ করি। কাজেই আমরা কেবল শ্রমিকের কারণে নয় বরং সরবরাহ সেবার কারণেই এখানে বেশি বিনিয়োগ করি। যদিও ১৯৯০ সালে যখন প্রথম বিনিয়োগ করা হয় তার প্রধান কারণ ছিলো পর্যাপ্ত শ্রমিক পাওয়ার সুবিধা। তবে এখানে বর্তমানে জিই হেলথকেয়ারের সবচেয়ে বড় প্রযুক্তি প্ল্যান্টটি রয়েছে, আর আমরা চীনে আরো বেশি বিনিয়োগ করে যাবো। এই বিনিয়োগ আমাদের কোম্পানিকে আরও বেশি বড় করা ও প্রযুক্তি নির্ভর করার জন্য সহায়ক হবে।“

কোম্পানিটি বলছে, অংশীদারি ব্যবস্থাপনার অংশ হিসেবে কেবল চীনেই তাদের ১ হাজারের বেশি সরবরাহকারী আছে।

ভিনদেশে চীন:

চীন-মালয়েশিয়ায় ভিসামুক্ত সুবিধা চালু, বিপুল সংখ্যক পর্যটক বিনিময়ের সম্ভাবনা

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধা নিশ্চিত করেছে চীন ও মালয়েশিয়া। ফলে ভিসা ছাড়াই চীন ও মালয়েশিয়া সফরের সুযাগ পাচ্ছে দুই দেশের নাগরিকরাই। এরইমধ্যে এই ভিসামুক্ত সুবিধার আওতায় চীনা পর্যটকদের স্বাগত জানাতে শুরু করেছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর কুয়ালা লামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটাই আবার মালয়েশিয়ার সবচেয়ে উন্নত ও ব্যস্ততম বিমানবন্দর। সম্প্রতি এখানে দেখা মিলছে চীনা পর্যটকদের ভিড়। চীন-মালয়েশিয়া ভিসামুক্ত সুবিধার আওতায় মালয়েশিয়া ঘুরতে আসছেন চীনা পর্যটকরা। কেবল তাই নয়, ভিসুমুক্ত সুবিধা দেওয়ায় মালয়েশিয়া সফরের হিড়িক পড়েছে চীনা পর্যটকদের মধ্যে।

নতুন এই ভিসামুক্ত সুবিধা কার্যকর হওয়ার পর থেকে শীত মৌসুমের শুরুতেই এমন পর্যটক ঢল প্রত্যক্ষ করতে শুরু করে মালয়েশিয়া। বিশেষ করে শিক্ষার্থীরা এই সুবিধা কাজে লাগিয়ে মালয়েশিয়া সফরের সুযোগ নিচ্ছেন। এমনই একজন চীনা শিক্ষার্থী জানান, তিনি অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পথে মালয়েশিয়ায় ট্রানজিট নিয়েছেন এবং ভিসা মুক্ত প্রবেশের সুবিধা কাজে লাগিয়ে কয়েকদিন দেশটি ঘুরে দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

首页上一页...2345678全文 8 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn