চলতি বাণিজ্যের ৪৮তম পর্ব
নিং ছিউ ইউং, ব্যবস্থাপক, অলিভ ট্রি হোটেল পেনাং
“মালয়েশিয়ার ট্যুরিজম অ্যাসোসিয়েশন খুবই খুশি এবং এই ভিসামুক্ত সুবিধাটির ব্যাপারে দারুণ উৎসাহ নিয়ে কাজ করছি। আমরা আশা করি এই পুরো মৌসুমে বিপুল সংখ্যক চীনা পর্যটক আসবে।“
উভয় দেশের অর্থনীতি ও পর্যটন শিল্পের জন্যই চীন-মালয়েশিয়া ভিসামুক্ত প্রবেশ সুবিধা কাজে লাগবে বলে মনে করেন মালয়েশিয়ার উপ-বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী। তিনি জানান, দুই দেশের ব্যবসা প্রতিষ্ঠান, বিনিয়োগ ও বাণিজ্যের প্রবৃদ্ধি বাড়িয়ে দেবে উভয় দেশের মধ্যকার এই পর্যটন বিনিময়।
লিউ ছিন তোং, উপ-বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী