বাংলা

চলতি বাণিজ্যের ৪র্থ পর্ব

CMGPublished: 2023-02-10 19:01:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিএল টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাগি লি বলছেন, সরকারের নানা পদক্ষেপ আরএমবির আন্তর্জাতিকীকরণের জন্য সহায়ক। বিশেষ করে প্রবাসী চীনাদের প্রতিষ্ঠানগুলো ক্রস বর্ডার লেনদেনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

এদিকে চীনের বাইরে কাজ করা শিল্প ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরএমবি ব্যবহারে উৎসাহিত করার কাজ করছে চীন সরকার। আবার চীনের সবচেয়ে বড় ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এক সঙ্গে কাজ করার জন্য উৎসাহিত করা হচ্ছে নিয়মিতই।

জেরেমি স্টিভেন্স, অর্থনীতিবিদ

চীনের স্ট্যান্ডার্ড অ্যাডভাইজরির অর্থনীতিবিদ জেরেমি স্টিভেন্স বলছেন, বিনিয়োগ ও ঋণ কার্যক্রমে এখন আরো বড় ভূমিকা পালন করছে আরএমবি।

চীনের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না –আইসিবিসি। প্রতিষ্ঠানটি বলছে, বিদেশী বিনিয়োগে ঋণ বিতরণের ক্ষেত্রে খুব শিগগিরই কার্যক্রম শুরু করবেন তারা। এরইমধ্যে ৪৫০ বিলিয়ন ইউয়ানের একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনাও করছে তারা। একইসঙ্গে ঋণ গ্রহীতা বা গ্রাহকদের জন্য পেশাদার ও নিরাপদ সেবা নিশ্চিত করারও পদক্ষেপ নিয়েছে তারা।

পরিসংখ্যানে দেখা যায়, দেশের বাইরে নানা লেনদেনে আরএমবি ব্যবহারের হার আগের বছরের তুলনায় ২০২২ সালে ১৮ শতাংশ বেড়েছে। আবার আরএমবিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ ২০২২ সালে বেড়েছে ৭০ শতাংশ। আর্থিকখাত সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী নীতি কাঠামো ও বাজারের চাহিদা বাড়ার কারণেই বিনিময়ে সরাসরি আরএমবি ব্যবহারের পরিমাণ এতোটা বেড়েছে।

首页上一页...234567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn