চলতি বাণিজ্যের ৪র্থ পর্ব
কোম্পানি প্রোফাইল: চিপ প্যাকেজিংয়ে সাফল্যগাঁথা চীনা কোম্পানি জেসিইটি’র
সাজিদ রাজু, চীনা আন্তর্জাতিক বেতার: চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জেসিইটি সম্প্রতি ৪ ন্যানোমিটার চিপের প্যাকেজিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী চিপ প্যাকেজিং সেবা দিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ নানা উদ্যোগ নিয়েছে এই কোম্পানিটি।
চাইনিজ অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক উ চিয়াংসিং জানান, সময়ের সঙ্গে চিপ প্যাকেজিংয়ে যে খরচ বাড়ছিলো তা গোটা খাতকেই সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যাচ্ছিলো। এমন প্রেক্ষাপটে জেসিইটির পণ্য চেপলেট, কম খরচে উন্নত মানের সেবা দিতে সক্ষম।
জেসিইটি’র এই উদ্যোগ দেশটির চিপ প্যাকেজিং শিল্পে এক বিরাট পরিবর্তন নিয়ে এসেছে। দেশের অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলো যে কঠোর পরিশ্রম করছে এটি তারই প্রমাণ বলে মনে করেন এখানের বিশ্লেষকরা।
সেমিকন্ডক্টর প্রস্তুত ও ডিজাইনের এক অবিচ্ছেদ্য অংশ এই প্যাকেজিং। প্যাকেজিং প্রক্রিয়া বড় পরিসরে ভূমিকা পালন করে এই শিল্পের সুরক্ষা, আধিপত্য ও কার্যক্রমে।
জেসিইটি বলছে, বিদেশী গ্রাহকদের জন্য ৪ ন্যানোমিটার চিপের প্যাকেজিংও এখন তারা করতে সক্ষম। একইসঙ্গে সর্বোচ্চ ১৫শ’ বর্গ মিলিমিটার আকারের চিপের প্যাকেজিং করা সম্ভব তাদের পক্ষে।
চিপলেট এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে একটি ইন্টিগ্রেটেড সার্কিট ব্লক বা আইসি ব্লককে অন্য আইসিগুলোর সঙ্গে সংযোগ ঘটিয়ে একটি জটিল বা কমপ্লেক্স চিপ তৈরি করা যায়।