বাংলা

চলতি বাণিজ্যের ৪র্থ পর্ব

CMGPublished: 2023-02-10 19:01:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উ কাংহুই, প্রধান ডিজাইনার, সি-৯১৯ প্রকল্প

“সাধারণ সম্পাদক আমাদের কিছু নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমাদের নিজস্ব যন্ত্রপাতি উৎপাদনের কারখানা থাকা দরকার। একইসঙ্গে তিনি বলেছিলেন, আকাশে উড্ডীয়মান আমাদের নিজেদের একটি এয়ারক্র্যাফ্ট থাকা উচিত। সেই নির্দেশনাই ছিলো আমাদের অন্যতম সাহস।“

নিজেদের তৈরি এই যাত্রীবাহী বিমান তৈরির কাজ সম্পন্ন করা কোন একক সংস্থার পক্ষে সম্ভব হয়নি। সি-নাইন ওয়ান নাইন প্রকল্পের উপদেষ্টা জানান, পুরো দেশের ১ হাজার ছোট-বড় সংস্থা যুক্ত ছিলো এই প্রকল্পের সঙ্গে। কাজ করেছে অন্তত ৩ লাখ কর্মী।

গেল ২০২২ সালে সি-নাইন ওয়ান নাইন মডেলের বিমান পেয়েছে বেশ কয়েকটি স্বীকৃতি। বিশেষ করে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উড্ডয়ন স্বীকৃতি পায় এই এয়ারক্র্যাফ্ট। বাণিজ্যিক কার্যক্রম শুরু আগে এই স্বীকৃতি এক মাইলফলক। বিশ্লেষকরা বলছেন, চীনের তৈরি বড় আকারের এই যাত্রীবাহী বিমান নির্মাণের মধ্যদিয়ে এই অঞ্চলের অন্যতম উৎপাদনের পাওয়ার হাউজ বা শক্তিকেন্দ্রে পরিণত হচ্ছে চীন।

首页上一页123456...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn