বাংলা

চলতি বাণিজ্যের ৪র্থ পর্ব

CMGPublished: 2023-02-10 19:01:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“বৃহৎ এয়ারক্র্যাফ্ট তৈরি ও এর মান ও সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা নিজেদের সক্ষমতাকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবো। উৎপাদন যেন ক্রমাগত বৃদ্ধি পায় এবং অন্যান্য কাজগুলো যেন এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে।“

এয়ারক্র্যাফ্টটির উৎপাদনই কেবল শুরু হয়নি বরং বাণিজ্যিক ব্যবহারের জন্যও প্রস্তুত করা হচ্ছে। এরইমধ্যে কারখানায় উৎপাদন কাজ চলছে পুরো দমে।

নিজস্ব এয়ারক্র্যাফ্ট তৈরির এমন কার্যক্রম শুরুর ইতিহাস আরো স্মৃতিময়। ২০২২ সালের সেপ্টেম্বর মাস। রাজধানী বেইজিংয়ের হল অব দ্য পিপলে সি-নাইন ওয়ান নাইন প্রকল্পের কর্মীদের সঙ্গে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। সেখানে তিনি বলেন, জাতির স্বপ্ন, চীনাদের আকাঙ্ক্ষা আর রাষ্ট্রের এক বিশাল চাওয়া নিজেদের আকাশে উড়বে নিজেদের এয়ারক্র্যাফ্ট।

প্রকল্পের প্রধান ডিজাইনার উ কাংহুই জানান, প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সেই নির্দেশনাই কাজে যুগিয়েছে অনুপ্রেরণা।

首页上一页12345...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn