বাংলা

চলতি বাণিজ্যের ৪র্থ পর্ব

CMGPublished: 2023-02-10 19:01:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নানা পরীক্ষা-নীরিক্ষার পর এইমধ্যে এই বিমানটি প্রথম ক্রেতা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাছে হস্তান্তরও করা হয়েছে। সংস্থাটি জানায়, চলতি বছরের শেষ নাগাদ বিমানটি দিয়ে শুরু হবে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা।

ভিনদেশে চীন: আন্তর্জাতিক লেনদেনে বাড়ছে ইউয়ানের ব্যবহার

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনা মুদ্রা রেনমিনবি বা আরএমবি’র মাধ্যমে ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক লেনদেন। ফলে চীনের বাইরে অন্যান্য দেশগুলোতেও ব্যবহার করার সুযোগ মিলছে চীনা মুদ্রা আরএমবি’র। পরিসংখ্যান বলছে, বৈদেশিক লেনদেনে আরএমবি ব্যবহারের হার আগের বছরের তুলনায় ২০২২ সালে ১৮ শতাংশ বেড়েছে। আর্থিকখাত সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী নীতি কাঠামো ও বাজারের চাহিদা বাড়ার কারণেই এটা সম্ভব হয়েছে।

বহুদিন ধরেই চেষ্টা চলছে বৈদেশিক লেনদেনে সরাসরি চীনা মুদ্রা আরএমবি ব্যবহারের জন্য। ছোট ছোট নানা উদ্যোগ ও প্রচেষ্টার ফলে বর্তমানে ধীরে ধীরে বাড়ছে আরএমবি ব্যবহারের হার।

চীনা মুদ্রা আরএমবি বা ইউয়ানের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন বাড়াতে চীনের স্থানীয় সরকার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যুগপথ নানা পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে ইউয়ানের বিনিময় মূল্য আরো স্থিতিশীল ও বাজারমূল্য অনুযায়ী রাখার উপর জোর দেওয়া হচ্ছে। এর ফলে বাণিজ্য ও বিনিয়োগে আরো বেশি প্রতিষ্ঠান আরএমবি’র মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন করতে উৎসাহিত হচ্ছে।

ম্যাগি লি, প্রধান নির্বাহী কর্মকর্তা, টিসিএল টেক

首页上一页1234567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn