চলতি বাণিজ্যের ৪র্থ পর্ব
চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান
‘চলতি বাণিজ্য’
চলতি বাণিজ্যের ৪র্থ পর্বে যা থাকছে:
২. আন্তর্জাতিক লেনদেনে বাড়ছে ইউয়ানের ব্যবহার
৩. চিপ প্যাকেজিংয়ে সাফল্যগাঁথা চীনা কোম্পানি জেসিইটি’র
১. চীনের স্বপ্ন পূরণ: ওড়ার জন্য প্রস্তুত নিজস্ব যাত্রীবাহী বিমান সি-৯১৯
চীনের দীর্ঘ দিনের স্বপ্ন নিজেদের তৈরি একটি বড় আকারের যাত্রীবাহী এয়াক্র্যাফ্ট উড়বে আকাশে। এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার পথে। সি-নাইন ওয়ান নাইন এয়াক্র্যাফ্ট প্রকল্প এখন ডানা মেলবার অপেক্ষায় নীল আকাশে। এরইমধ্যে চীনের বেশ কয়েকটি বিমানবন্দরে কয়েক কয়েক’শ ঘণ্টা উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। হস্তান্তর করা হয়েছে বিমানটির প্রথম ক্রেতা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের কাছে। সংস্থাটির প্রত্যাশা চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা যাবে এই বিমানটি দিয়ে।
চীনের আকাশে উড়ছে নিজ দেশের তৈরি বড় আকারের সি-নাইন ওয়ান নাইন মডেলের যাত্রীবাহী বিমান। চীনের বিভিন্ন বিমান বন্দর থেকে উড়তে দেখা গেছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে দেশের কারখানায় তৈরি করা এই বিমানটি। এ যেন নিজেদের দেখা দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্ত!
চীনের বিভিন্ন বিমানবন্দর থেকে এরইমধ্যে কয়েকশ’ ঘণ্টার উড্ডয়ন পরীক্ষায় সফলতা পেয়েছে বিমানটি। পরীক্ষামূলক এসব উড্ডয়নই প্রমাণ করে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুতি এয়ারক্র্যাফ্ট সি-নাইন ওয়ান নাইন।
ওয়েই ইংপিয়াও, ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল এয়ারক্র্যাফ্ট কর্পোরেশন অব চায়না