বাংলা

দেহঘড়ি পর্ব-৭১

CMGPublished: 2022-05-27 19:58:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যক্ষ্মা কি ছোঁয়াছে?

সব যক্ষা ছোঁয়াছে নয়। কেবল ফুসফুস কিংবা শ্বাসনালি যে যক্ষায় আক্রান্ত হয়, সেটি একজনের শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে শরীরের অন্য অঙ্গে সংক্রমণ হলে সে রোগী থেকে যক্ষা অন্যের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। তাই যক্ষ্মা মানেই ছোঁয়াচে রোগ নয়।

যক্ষ্মা কি জিনবাহিত রোগ?

অনেকের ধারণা, যক্ষ্মা একটি জিনবাহিত রোগ। প্রকৃতপক্ষে তা নয়। এ রোগের বিস্তারের ক্ষেত্রেও জিনের কোনও ভূমিকা নেই। এ ব্যাক্টেরিয়া যে কোনও সময় যে কাউকে সংক্রমিত করতে পারে। বাবা-মায়ের যক্ষ্মা হলেই সন্তনের মধ্যে যক্ষ্মা রোগের সম্ভাবনা বাড়ে, এমন তথ্যের পক্ষেও কোনও রকম প্রমাণ পাওয়া যায়নি।

যক্ষ্মার কি চিকিৎসা নেই?

অনেকে মনে করেন, এ রোগের কোনও চিকিৎসা নেই। এ ধারণা ঠিক নয়। প্রাথমিক পর্যায়ে যক্ষা ধরা পরলে ওষুধের মাধ্যমেই এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এ ক্ষেত্রে খুব বেশি দিন কাশি হলে কিংবা কাশির সঙ্গে রক্ত বের হইলে দেরি না চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিসিজি টিকা নিলে কি যক্ষ্মা থেকে পূর্ণ সুরক্ষা পাওয়া যায়?

বর্তমানে কোনও শিশুর জন্মের পর যে টিকাগুলো দেওয়া হয়, বিসিজির তার একটি। বিসিজি টিকা শিশুদের মধ্যে যক্ষ্মা সংক্রমণের ঝুঁকি কমায়। তবে এ টিকা থেকে প্রাপ্তবয়স্করা কতটা সুরক্ষিত তা কোনও গবেষণা থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাই শৈশবে এ টিকা নেওয়া হলে ভবিষ্যতে আর কখনও যক্ষা হবে না এমন কোনও নিশ্চয়তা নেই।

ধূমপানই কি যক্ষ্মা কারণ?

অনেকে মনে করেন, ধূমপান না করলেই যক্ষা থেকে বাঁচা যায়। এটি একটি ভ্রান্ত ধারণা। ধূমপানই যক্ষ্মা হওয়ার একমাত্র কারণ নয়। এইচআইভি, ডায়াবেটিস ও কিডনি রোগ থাকলেও যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। - রহমান

## আপনার ডাক্তার

首页上一页...234567全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn