বাংলা

দেহঘড়ি পর্ব-৭১

CMGPublished: 2022-05-27 19:58:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

কিন্তু এবার ইউরোপে এমন অনেকেই আক্রান্ত হয়েছেন যারা আফ্রিকায় ভ্রমণ করেননি। এমনকি মাঙ্কিপক্স হয়েছে এমন কারো সংস্পর্শেও আসেন নি। তাহলে তারা কিভাবে আক্রান্ত হলেন, কেন আক্রান্ত হলেন সেটা এখন একটা রহস্য। চিকিৎসাবিজ্ঞানীরাও এর সঠিক কোন ব্যাখ্যা দিতে পারছেন না। আর এটাই সবচেয়ে বেশি আতংক ছড়িয়েছে পশ্চিমা দেশগুলোতে।

এই পরিস্থিতিতে ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ মোকাবিলায় ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধি জারি করেছে বেলজিয়াম। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, যারা এই ভাইরাসে সংক্রমিত হবে, তাদের তিন সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ভাইরাস বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘মাঙ্কিপক্স’ সংক্রমণের ক্ষেত্রে এমনিতে আইসোলেশনের প্রয়োজন হয় না। তবে কোভিড সংক্রমণের পর এখন অনেকেরই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

ইউরোপ ও উত্তর আমেরিকার পর গেল রোববার এই ভাইরাস শনাক্ত করা হয়েছে মধ্যপ্রাচ্যেও। আফ্রিকার বাইরে ‘মাঙ্কিপক্সের’ এই অস্বাভাবিক বিস্তারই উদ্বেগ বাড়িয়েছে ভাইরাস বিশেষজ্ঞদের।

তবে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মতে, ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন।

#বুলেটিন

মাঙ্কিপক্স নিয়ে সতর্ক বাংলাদেশ

বাংলাদেশে এখন পর্যন্ত কোনও মাঙ্কিপক্স আক্রান্ত রোগী শনাক্ত না হলেও ভাইরাসটি নিয়ে সর্তক রয়েছে সরকার। এরইমধ্যে আইসোলেশন প্রস্তুত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় -বিএসএমএমইউ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইন্ট্রার্ন মেডিসিন বিভাগের চেয়ারম্যান সোহেল এম আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘বিএসএমএমইউ হাসপাতলে আইসোলেশন প্রস্তুত রাখা হয়েছে, যদি কোনো ব্যক্তি এ ভাইরাসে শনাক্ত হয় তাহলে তাকে ২১ দিনের আইসোলেশনে থাকতে হবে। তার সংস্পর্শে যারা আসছে তাদেরও আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে। চারদিন জ্বর থাকলে ভাইরাসটি প্রতিরোধে টিকা প্রদান করতে হবে। সঠিক সময়ে মধ্যে টিকা দিলে এ রোগ ভালো হয়ে যাবে, কোন ধরনের জটিলতা তৈরি হবে না।’

首页上一页12345...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn