বাংলা

দেহঘড়ি পর্ব-৭১

CMGPublished: 2022-05-27 19:58:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিএসএমএমইউ হাসপাতাল যেভাবে রোগের চিকিৎসায় সহযোগিতা করে এসেছে, সেভাবেই মাঙ্কিপক্স রোগীদের শনাক্তকরণ এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

২০-৩০ বছর বয়সীদের থাইরয়েড সমস্যায় ভোগার আশঙ্কা বেশি

বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী থাইরয়েড সমস্যায় ভুগছে। এদের অর্ধেকেরও বেশি মানুষ জানে না, তাদের এই সমস্যা রয়েছে। এর মধ্যে ২০-৩০ বছর বয়সীদের এই থাইরয়েড সমস্যা ভোগার আশঙ্কা সবচেয়ে বেশি।

গেল বুধবার রাজধানীর এক হোটেলে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বক্তারা।

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাড়ন্ত শিশুরাও থাইরয়েড হরমোন ঘাটতিতে ভুগতে পারে। এসময় শিশুদের দৈহিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয়। পরবর্তী সময়ে দৈহিক বৃদ্ধি হলেও মেধার উন্নতি করা সম্ভব হয় না।

ডায়াবেটিস চিকিৎসায় লিনাট্যাব-ই’

ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে প্রধান অন্তরায় রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া। এক্ষেত্রে ডায়াবেটিক আক্রান্ত রোগীদের জন্য নতুন ওষুধ ‘লিনাট্যাব-ই’ যুগান্তকারী ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক সায়েন্টিফিক সেমিনারে বক্তারা এ কথা বলেন। জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, টাইপ টু ডায়বেটিসের জন্য লিনাট্যাব-ই ওষুধ বেশ ভালো। তবে টাইপ এ ডায়বেটিসের জন্য এই ওষুধ কতটুকু কার্যকরী হবে সেটি নিয়ে আরও কাজ করতে হবে হবে বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা জানান, ডায়াবেটিস রোগী যাদের একই সঙ্গে হৃদরোগের সমস্যা আছে তাদের চিকিৎসার ক্ষেত্রে একটি নিরাপদ ও যুগান্তকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে লিনাট্যাব-ই। কারণ এটি ব্যবহার করার ফলে হঠাৎ করে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়ার সম্ভাবনা নেই, যা ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে বিবেচনা করা হয়।

首页上一页123456...全文 7 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn