বাংলা

চীনে প্রবীণদের পরিষেবা দিচ্ছে ক্রমবর্ধমান যুব-কর্মী

CMGPublished: 2024-05-27 15:30:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শাংহাই মহানগরের প্রবীণদের পরিষেবাকেন্দ্রে কাজ করার মাধ্যমে, এ প্রতিষ্ঠানের অধীন সহস্রাধিক কোম্পানির সাথে যোগাযোগ রাখতে পারে ছাত্রী লিউ এবং সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানের শিক্ষক ও পণ্ডিতদের পেশাদার পরামর্শ ও জরিপ থেকে উঠে আসা তথ্য-উপাত্ত সম্পর্কেও জানতে পারে। এতে, শাংহাই মহানগরের প্রবীণদের পরিষেবা শিল্পের উন্নয়নের প্রবণতাও অনুভব করা যায়।

চলতি বছরের মার্চ মাসে শাংহাই প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবীণদের পরিষেবা বিভাগের কর্মসংস্থান ও ইন্টার্নশিপ নিয়ে সেমিনার আয়োজিত হয়। চীনের সুবিখ্যাত বীমা কোম্পানি থাইখাং শাংহাই শাখা কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রধান মাও চিয়া চিয়ে এতে বলেন, শাংহাইয়ের একটি বিশ্ববিদ্যালয়ে প্রবীণদের দেখাশোনা বিষয়ে অনার্স শিক্ষার্থীদের স্নাতক হওয়ার খবর জানতে পারেন তিনি। অনেক শিল্পপ্রতিষ্ঠান তাদেরকে কর্মসংস্থানের সুযোগ দিতে আগ্রহী। এ সেমিনারের মাধ্যমে, যারা এ বিভাগে পড়াশোনা করছে, তাঁরাও নিজেদের কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত ধারণা পেতে পারে। তাই এটি বেশ ভালো উদ্যোগ।

জানা গেছে, শাংহাই প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবীণদের দেখাশোনা বিষয়ে ৩২ জন অনার্স শিক্ষার্থী রয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ বিদেশে বয়স্কদের যত্ন নিয়ে মাস্টার্স ডিগ্রি পড়তে আবেদন করেছেন। অধিকাংশ শিক্ষার্থী স্নাতক হওয়ার পর সংশ্লিষ্ট চাকরি করবেন বলে ঠিক করেছেন।

অন্যদিকে, শাংতুং নারী একাডেমির ৬৪ জন অনার্স শিক্ষার্থীর মধ্যে প্রায় ৯০ শতাংশ বয়স্কদের যত্নসংশ্লিষ্ট চাকরি করবেন। মে মাসের শুরুতে একাডেমির চাকরি মেলায় ৩৫টি শিল্পপ্রতিষ্ঠান আকৃষ্ট হয়। তাঁরা মোট ৪০০টিরও বেশি কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। এটি স্নাতক শিক্ষার্থীর মোট সংখ্যার চেয়ে অনেক বেশি।

首页上一页...23456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn