বাংলা

চীনে প্রবীণদের পরিষেবা দিচ্ছে ক্রমবর্ধমান যুব-কর্মী

CMGPublished: 2024-05-27 15:30:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শাংহাই প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুও চুয়ান বলেন, ২০১০ সাল থেকে বিশ্ববিদ্যালয়ে বয়স্কদের যত্নসংশ্লিষ্ট বিষয়ে জরিপকাজ শুরু হয়। এর ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ চালু হযেছে। পাবলিক ব্যবস্থাপনার কাঠামোতে, তিন ধরনের দক্ষ ব্যক্তির প্রশিক্ষণ প্রয়োজন: বয়স্কদের যত্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, আবাসিক কমিউনিটিতে প্রবীণদের যত্ন পরিকল্পনাকারী, এবং বয়স্কদের ব্যক্তিগত যত্নের পরামর্শক।

তা ছাড়া, দক্ষ ব্যক্তিদের প্রশিক্ষণে দক্ষ শিক্ষক প্রয়োজন। ব্যবস্থাপনা প্রশাসন, চীনা ঐতিহ্যিক চিকিত্সা, নার্সিং, পুষ্টিকর খাবারসহ বিভিন্ন বিষয়ের সাথে জড়িত পেশাদার পণ্ডিত ও বিশেষজ্ঞদের যৌথ প্রয়াসে, বয়স্কদের যত্নে দক্ষ শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব। চীনের অবস্থা বিবেচনা করার সাথে সাথে, শিক্ষার্থীদের আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনে সহায়তা দিতে হবে। যেমন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা করা যেতে পারে। চীনা শিক্ষার্থীরা এসব দেশের বয়স্ক যত্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগ পেলে, নিজেদের কর্মদক্ষতা আরও উন্নত করতে পারে। তা ছাড়া, বয়স্কদের যত্নে নার্সিং কর্মীদের শিল্পকলা, স্বাস্থ্য রক্ষাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। কারণ, বয়স্কদের যত্ন নেওয়া মানে শুধু তাদের শারীরিক অবস্থা, খাওয়া বা থাকার ওপর নজর রাখা নয়, বরং তাদের মানসিক অবস্থা ও আত্মার চাহিদা মেটানোও বটে।

অনেক বয়স্ক লোক নিজের যত্ন নিতে পারেন। তখন তাঁরা শিল্পকলা, ক্যালিগ্রাফি, হস্তকর্মশিল্প ও সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে প্রবীণদের জন্য নির্ধারিত ক্লাসে ভর্তি হতে পারেন। সংশ্লিষ্ট পেনশন প্রতিষ্ঠানে এ ধরনের ক্লাস চালু করাও জরুরি।

চীনা সমাজে বয়স্কদের সংখ্যা দ্রুত বৃদ্ধির সাথে সাথে, বয়স্কদের জন্য পরিষেবা শিল্প ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। ভবিষ্যতে বয়স্কদের যত্নে আরও বিস্তারিত সেবা থাকবে, বয়স্কদের শিক্ষা, পর্যটন, চিকিত্সা বীমা, আর্থ-বাণিজ্যিক সেবা, আবাসিক এলাকার উন্নয়নসহ বিভিন্ন খাতে দক্ষ ব্যক্তির প্রয়োজনও বাড়বে।

首页上一页...3456 6

Share this story on

Messenger Pinterest LinkedIn