সন্তানের শিক্ষায় চীনা বাবা-মা কত টাকা খরচ করেন?
জরিপের ফলাফল অনুসারে অধ্যাপক ওয়ে ই অনুমান করে বলেন যে, চীনের বিভিন্ন পর্যায়ে শিক্ষাদানে পরিবারের মোট খরচ প্রায় ২ ট্রিলিয়ন ১৬৩ বিলিয়ন ২১ কোটি ইউয়ান, যা ২০১৮ সালে চীনের জিডিপির ২.৪ শতাংশে দাঁড়িয়েছে। আর চীনের শিক্ষা বাজেট পরিসংখ্যান ২০১৯ থেকে জানা যায়, ২০১৮ সালে চীনের শিক্ষা খাতে মোট খরচ ৪ ট্রিলিয়ন ৬১৪ বিলিয়ন ৩০ কোটি ইউয়ান। এর মধ্যে সরকারি শিক্ষার খরচ ৩ ট্রিলিয়ন ৬৯৯ বিলিয়ন ৫৭ কোটি ইউয়ান।
পরিবারের শিক্ষার খরচ বিশ্লেষণ করে দেখা যায় যে, বিভিন্ন পরিবারের জন্য বাধ্যতামূলক শিক্ষার পর্যায়ে তাদের খরচ সবচেয়ে কম এবং প্রিস্কু-ল পর্যায়ে তুলনামূলক কম। তবে উচ্চবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় পরিবারের আর্থিক বোঝা দ্রুত বেড়ে যায়। তাই গ্রামীণ পরিবারের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার খরচ পরিবারের মোট খরচের ৩৫ শতাংশে দাঁড়ায়।
২০১৮ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে স্কুলের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ ক্লাসের নিরাপত্তার ঝুঁকি, অতিরিক্ত শিক্ষার চাপ এবং পরীক্ষায় বেশি স্কোর পাওয়ার বিশেষ প্রশিক্ষণসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সময় থেকে চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলের বাইরে ক্লাসে বিরাট পার্থক্য দেখা দেয়। একদিকে যাদের সামাজিক ও সাংস্কৃতিক চেতনা সমৃদ্ধ এবং অর্থনৈতিক অবস্থা ভালো, এমন পরিবারে শিক্ষার্থীদের স্কুলের বাইরে প্রশিক্ষণ আগের মতো চলেছে, তাই পরিবারে শিক্ষার খরচও দিন দিন বেড়েছে। তবে অনেক ছাত্র-ছাত্রী এ অতিরিক্ত ক্লাসের কারণে মানসিক দিকে বেশ চাপে থাকে।
২০২১ সালের জুলাই মাসে চীনা ছাত্রছাত্রীদের পড়াশোনার চাপ কমিয়ে দেওয়ার জন্য চীন সরকার ‘দ্বৈত হ্রাস নীতি’ চালু করেছে। সেই সময় অধ্যাপক ওয়ে ই’র কর্মদলও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেছেন। তাদের জরিপে স্কুলের চীনা ভাষা ও গণিতসহ বিভিন্ন ক্লাসের প্রশিক্ষণ খরচ কমে গেছে, তবে বাদ্যযন্ত্র বাজানো আর নৃত্য, চারুকলাসহ বিভিন্ন ক্লাসের ব্যয় একটু বেড়ে গেছে।