সন্তানের শিক্ষায় চীনা বাবা-মা কত টাকা খরচ করেন?
সাম্প্রতিক বছরগুলোতে চীনের অর্থনীতি দ্রুত উন্নত হয়েছে, চীন ইতোমধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। চীনাদের পরিবারিক আয় বাড়ার সাথে সাথে জীবনযাপনের মান উন্নত হয়েছে, এবং একই সঙ্গে সন্তানের শিক্ষার জন্য চীনা বাবামা’র খরচও অতীতের চেয়ে অনেক বেড়েছে।
অনুমান করুন তো, একটি পরিবারে বাচ্চার প্রিস্কুল পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায় পর্যন্ত কত টাকা লাগবে? এ ব্যাপার নিয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের চীনের শিক্ষাদান গবেষণাগারের গবেষক ওয়ে ই টানা ৭-৮ বছরের মতো গবেষণা করেছেন। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়ে কিছু আলোচনা করবো।
চীনের লোকসংখ্যা ১৪০ কোটিরও বেশি। এতো বিশাল দেশের মধ্যে ভিন্ন এলাকা ও প্রদেশে শিক্ষার ব্যাপক পার্থক্য ও ব্যবধান রয়েছে। তাই চীনা মা-বাবারা বাচ্চাদের শিক্ষায় কত টাকা খরচ করছেন – এ সংশ্লিষ্ট জরিপের পরিসংখ্যান পাওয়া সহজ ব্যাপার নয়।
বহু বছরের গবেষণার মাধ্যমে পিকিং বিশ্ববিদ্যালয়ের চীনের শিক্ষাদান গবেষণাগার কিছু সাফল্য অর্জন করেছে। ২০১৯ সালে ‘চীনা পরিবারে শিক্ষার খরচের তদন্ত প্রতিবেদন-২০১৭’ প্রকাশিত হয় এবং চলতি বছরের জানুয়ারি মাসে ‘চীনা পরিবারে শিক্ষার খরচের তদন্ত প্রতিবেদন-২০১৯’ প্রকাশিত হয়েছে। এটিও পুরনো প্রতিবেদনের জরিপের ফলাফল ভিত্তি করে নতুন পরিসংখ্যান যুক্ত করার পর তৈরি করা হয়।
একসময় চীনের জাতীয় অর্থায়নে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৪ শতাংশে করার লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারিত হয় এবং গত কয়েক বছরের প্রচেষ্টায় ২০১২ সালে চীন সরকার তা সম্পন্ন করেছে। ২০১৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইন্টারনেট প্রযুক্তি ও অনলাইন ক্লাসের জনপ্রিয় হওয়ার কারণে অনলাইন শিক্ষা শিল্পপ্রতিষ্ঠানের দ্রুত উন্নতি হয়েছে, বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চীনের বিভিন্ন আকারের শহরে তাদের অনলাইন ক্লাস ব্যবস্থা চালু করেছে। জরিপ থেকে জানা গেছে, চীনা পরিবারে সন্তানের শিক্ষার খরচ অব্যাহতভাবে বেড়েছে।