সন্তানের শিক্ষায় চীনা বাবা-মা কত টাকা খরচ করেন?
এ সম্পর্কে অধ্যাপক ওয়ে ই বলেন, চীনা নাগরিকদের আলোচনায় আমরা বুঝতে পেরেছি, ছেলেমেয়েদের শিক্ষায় চীনা পরিবারের খরচ বাড়ার সাথে সাথে তাদের শিক্ষাদানে আরো বেশি সময় ও শক্তি দিতে হয়। এটি চীনা বাবা মায়ের জন্য দিন দিন উদ্বেগের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ইউনেস্কোর পরিসংখ্যান থেকে জানা গেছে, পরিবারের শিক্ষার অধিকাংশ খরচ বহন করা সরকারি শিক্ষার খরচ আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা খরচ হিসাব করার পর একটি দেশের শিক্ষাদানের মোট খরচের ধারণা পাওয়া সম্ভব। তবে বিশ্বের ৬০ শতাংশেরও বেশি দেশ শিক্ষাদানে ব্যক্তিগত খরচের পরিসংখ্যান অভাব রয়েছে।
অধ্যাপক ওয়ে ই মার্কিন মিশিগান অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন, তাই যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশের শিক্ষাদানের খরচ নিয়ে তিনিও খোঁজখবর নিয়েছেন এবং ভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পরিসংখ্যানের সংগ্রহ ও সংহত করতে চেষ্টা করেছেন। যেমন গত শতাব্দীর ৭০’র দশকে ফ্রান্সে জাতীয় শিক্ষাদান আকাউন্ট চালু করে, এভাবে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক সরকারের শিক্ষার খরচ, বিভিন্ন স্কুলের শিক্ষার খরচ, পরিবারিক জরিপের পরিসংখ্যান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট পরিসংখ্যানসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে।
পরিবারিক জরিপ থেকে বিভিন্ন পরিবারের শিক্ষা খরচের সঠিক তথ্য পাওয়া সম্ভব। এ প্রেক্ষাপটে পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান গবেষণাগার ‘চীনের শিক্ষাদানের পরিবারের খরচ জরিপ ’চালু করে সিচাং, সিনচিয়াং এবং হংকং, ম্যাকাও আর তাইওয়ান ছাড়া চীনের অন্যান্য প্রদেশের ৪০ হাজারেরও বেশি পরিবার এ জরিপে অংশ নিয়েছে।
জরিপ থেকে জানা গেছে, ২০১৮ সাল থেকে ২০১৯ সালে চীনে প্রতি পরিবারে শিক্ষার খরচে প্রায় ১১ হাজার ৩০০ ইউয়ান, প্রত্যেক সন্তানের মাথাপিছু শিক্ষার খরচ ৮ হাজার ১৩৯ ইউয়ান, শহর ও জেলায় শিক্ষার গড়পড়তা খরচ ১৪ হাজার ২০০ ইউয়ান, তা গ্রামাঞ্চলের চেয়ে ১.৭ গুণ বেশি। একজন চীনা শিক্ষার্থী প্রি-স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যন্ত পরিবারে শিক্ষার খরচ প্রায় ২ লাখ ৩৩ হাজার ইউয়ান হয়। এর মধ্যে শিক্ষার নিম্ন খরচ পরিবারের বাজেট প্রায় ১.৮ লাখ ইউয়ান এবং কিছু পরিবারে শিক্ষার খরচ ৪ লাখ ২৪ হাজার ইউয়ানে দাঁড়িয়েছে। এ সব খরচের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ফি, স্কুলের খাবার, কাপড়চোপড়, পরীক্ষা ও বোডিং স্কুলের ফি ইত্যাদি। স্কুলের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ ক্লাস বা অনলাইন শিক্ষার ক্লাসও থাকে।